আসলে গত সোমবার অর্জুন সীলমোহর দিয়ে ঘোষণা করেন যে, মালাইকার সঙ্গে তিনি আর সম্পর্কে নেই। তবে তার কয়েক ঘণ্টা আগেই আনন্দ নিয়ে একটি রহস্যজনক পোস্ট শেয়ার করেছেন বলিউডের ‘ছাইয়া ছাইয়া’ গার্ল। যা নজর কেড়েছে অভিনেত্রীর ভক্তদেরও।অ্যাপল-এর সিইও টম কুকের একটি উদ্ধৃতি ভাগ করে নিয়েছেন মালাইকা অরোরা। তাতে লেখা রয়েছে, “লেট ইওর জয় বি ইন ইওর জার্নি। নট ইন সাম ডিসট্যান্ট গোল (আপনার যাত্রাপথে আনন্দ থাকুক। দূরবর্তী লক্ষ্যে যেন সেটা না হয়।”
advertisement
আরও পড়ুন: ঐশ্বর্যকে ছেড়ে তাঁর সঙ্গেই চুটিয়ে প্রেম অভিষেকের? জল্পনার মাঝেই প্রথম মুখ খুললেন নিমরত, যা বললেন…
চলতি বছরের গোড়ার দিকে মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের প্রেম ভাঙার গুঞ্জন ঘনীভূত হতে শুরু করে। পিঙ্কভিলা-কে একটি সূত্র জানিয়েছে যে, তাঁদের সম্পর্ক নিজস্ব পথেই চলেছে। ওই সূত্রের দাবি, মালাইকা আর অর্জুনের সম্পর্কটা খুবই বিশেষ ছিল। দু’জনেরই হৃদয়ে একে অপরের জন্য রয়েছে বিশেষ স্থান। নিজেদের পথ আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আর দুজনে এই বিষয়ে মর্যাদাপূর্ণ ভাবেই নীরবতা রক্ষা করবেন। তাঁদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া করার সুযোগ তাঁরা অন্যদের দেবেন না। সেই সময় মালাইকার ম্যানেজার প্রেম ভাঙার গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। যদিও তারপরেই তাঁদের ব্রেক-আপের খবরে সীলমোহর পড়ল।
মুম্বইয়ে ‘সিংহম এগেইন’-এর অনুষ্ঠানে ব্রেক-আপের খবরে সীলমোহর দিয়েছেন অর্জুন। আসলে সোমবার মুম্বইয়ের শিবাজি পার্কে রাজ ঠাকরের দিওয়ালির অনুষ্ঠানে অর্জুনের পাশাপাশি উপস্থিত ছিলেন অজয় দেবগন, টাইগার শ্রফ এবং পরিচালক রোহিত শেঠি। সেখানেই বড়সড় খবর প্রকাশ্যে আনলেন অর্জুন। ওই পার্টির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ভক্তদের উদ্দেশ্যে অর্জুনকে বলতে শোনা গিয়েছে যে, “এখন আমি সিঙ্গেল আছি।”
২০১৯ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন মালাইকা এবং অর্জুন। বিভিন্ন অনুষ্ঠানে হামেশাই একসঙ্গে দেখা যেত এই জুটিকে। ভক্তরাও মুগ্ধ হতেন। তবে এবার তাঁদের বিচ্ছেদের খবরে নিঃসন্দেহেই মন খারাপ হবে ভক্তদেরও।