তবে এবার একেবারে সবাইকে চুপ করিয়ে দিলেন অর্জুন-মাল্লা। রবিবাসরীয় মধ্যাহ্নভোজে একসঙ্গে দেখা গেল জুটিকে। মালাইকার পরনে ছিল সাদা কো-অর্ড সেট। কালো প্যান্ট আর টি-শার্টে পরেছিলেন অর্জুন। দেখে বোঝার উপায় নেই আদৌ তাঁদের সম্পর্ক আছে কিনা।
সম্প্রতি মালাইকা সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন,পরিবর্তন জীবনের নিয়ম। এবং যারা শুধুমাত্র অতীত বা বর্তমানের দিকে তাকায় তারা নিশ্চিত ভবিষ্যতকে মিস করবে৷ মালাইকার এই পোস্ট নিয়ে বাড়ছে জল্পনা৷ এই রহস্যময় পোস্টের পরই অর্জুনের পরিবারের সদস্যদেরও সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন মালাইকা ৷ অর্জুনের বোন অনশুলা কাপুর, জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরের পাশাপাশি বাবা বনি কাপুর এবং অনিল কাপুরকেও অনুসরণ করছেন না নায়িকা৷
advertisement
এর আগে আরবাজ খানের সঙ্গে বিবাহিত ছিলেন মালাইকা। ১৯৯৮ সালে দু’জনে গাঁটছড়া বাঁধেন। তবে ১৮ বছরের দাম্পত্যে ইতি পড়ে ২০১৬ সালে। একমাত্র সন্তান অরহানের জন্য তাঁরা বজায় রেখেছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কো পেরেন্টিং। বিয়ে ভাঙার পর মালাইকা এখনও পর্যন্ত বিয়ে করেননি। তবে অর্জুনের সঙ্গে তাঁর প্রেম অটুট।
মালাইকার পোস্ট এবং সোশ্যাল মিডিয়ায় বোনেদের আনফলো করার পরে খোঁচা দিতে ছাড়েননি অর্জুন। ‘ইশকজাদে’ অভিনেতা লিখেছেন, এই দুনিয়ায় একমাত্র জঞ্জালই গোনা যায়।
এদিকে আবার কানাঘুষো, সোশ্যালমিডিয়া ইনফ্লুয়েন্সর তথা কৌতুকাভিনেত্রী কুশা কপিলার সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি সম্পর্কে ভাঙন ধরেছে তাঁদের। করণ জোহরের পার্টি থেকেই বন্ধুত্বের গুঞ্জন শোনা যাচ্ছিল। দিন কয়েক আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে কুশার। তবে এ নিয়ে কী বলছেন কুশা? না। কোনও শিলমোহর তিনি দেননি। সে যাই হোক, আপাতত যে তাঁরা আলাদা হননি, তার প্রমাণ কিন্তু দিয়ে দিয়েছেন।