TRENDING:

চলচ্চিত্র উৎসবের মঞ্চে জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে আপন করার কথা বললেন মহেশ

Last Updated:

বাংলার মঞ্চে দাঁড়িয়ে বিশ্বের নানা দেশের সংস্কৃতিকে গ্রহণ করার বার্তা দিলেন বর্ষীয়ান শিল্পী। জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে মিলেমিশে থাকার কথাই উঠে এল তাঁর বক্তব্যে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের অনুষ্ঠানে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের মতাদর্শের কথা মনে করিয়ে দিলেন পরিচালক মহেশ ভাট। তাঁর বক্তব্যে উঠে এল ঐক্যের কথা। বাংলার মঞ্চে দাঁড়িয়ে বিশ্বের নানা দেশের সংস্কৃতিকে গ্রহণ করার বার্তা দিলেন বর্ষীয়ান শিল্পী। জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে মিলেমিশে থাকার কথাই উঠে এল তাঁর বক্তব্যে ।
advertisement

কবিগুরুর কথা ধার করেই নিজের বক্তব্য সকলের সামনে রাখলেন মহেশ। বললেন, পাশ্চাত্যের সংস্কৃতিকে আপন করে নেওয়ার কথা। কোন আদর্শের কথা মাথায় রেখে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন তৈরি করেছিলেন, চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে আরও একবার তা মনে করিয়ে দিলেন তিনি। বললেন, "শহরে এসেই চলচ্চিত্র উৎসবের দারুণ একটা হোর্ডিং চোখে পড়ল। চার্লি চ্যাপলিন এবং মহান পরিচালক সত্যজিৎ রায়ের অপু এক ফ্রেমে দেখলাম। এ ভাবেই দুই সংস্কৃতি ফের একসঙ্গে এল।"

advertisement

মহেশ মনে করেন, সব ধরনের সংস্কৃতিকে আপন করে নেওয়াই যে কোনও শিল্পীর প্রধান কাজ। রবীন্দ্রনাথের সেই স্বপ্নকে বাস্তবায়িত করার বার্তা দিয়ে নিজের বক্তব্য শেষ করলেন তিনি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
চলচ্চিত্র উৎসবের মঞ্চে জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে আপন করার কথা বললেন মহেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল