প্রসঙ্গত এর পর আরও একটি প্রোমোতে দেখানো হয়, পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শৈশবে তারাপীঠে বামাক্ষ্যাপার কাছে গিয়েছিলেন রবি ৷ দুজনেই মুগ্ধ হন সাধকের গানে ৷ তার পর বেশ কিছু বছর পেরিয়ে যুবক রবীন্দ্রনাথ আবার মুখোমুখি সাধকের ৷ তখনই কবিকে সাধক আশীর্বাদ করছেন, বলছেন ভবিষ্যতে তিনি বিশ্বকবি হবেন ৷
advertisement
প্রোমোতে দেখানো হয়েছে রবীন্দ্রনাথের সঙ্গে সাধকের কাছে গিয়েছেন স্বাধীনতা সংগ্রামী মুকুন্দ দাস ৷ হঠাৎ তাঁর কাছ থেকে লুকিয়ে রাখা পিস্তল চেয়ে নেন সাধক ৷ পরমুহূর্তেই ঘটনাস্থলে আসে ব্রিটিশ পুলিশ ৷ কী লীলা দেখাবেন সাধক বামাক্ষ্যাপা? সেই অপেক্ষায় দর্শকদের রেখে প্রোমো শেষ ৷ দর্শকদের সমালোচনা শুরু ৷
কেউ লিখেছেন ‘‘বাঙালির সেন্টিমেন্ট নিয়ে এ ভাবে খেলবেন না’ ৷ আর একজনের কথায়, ‘‘এই সব বন্ধ হবে কবে? এর চাইতে কোভিড হওয়াই ভালো’’৷ নেটিজেনরা তোপ দেগেছেন চিত্রনাট্যের বিরুদ্ধেও ৷ তাঁদের প্রশ্ন, কারা এই চিত্রনাট্য লেখেন? দর্শকদের একাংশের অভিযোগ, চিত্রনাট্যকারদের জন্য কুশীলবদের মানসম্মান ধূলিসাৎ হয়ে যায়!
রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে আছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gourab Cahtterjee) ৷ প্রসঙ্গত কিছুদিন আগেই ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’ ধারাবাহিকে শেষ হয়েছে গৌরবের কাজ ৷ এই ধারাবাহিকে তিনি দীর্ঘ দিন অভিনয় করেছেন রানি রাসমণির জামাই মথুরামোহনের চরিত্রে ৷ তার পরই তাঁকে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে দেখে দর্শকরা কার্যত হতবাক ৷
তাঁর নতুন রূপ ফেসবুকে শেয়ার করেছেন গৌরব নিজেও ৷ নতুন ধারাবাহিকেও তিনি দর্শকদের মনোরঞ্জন করতে পারবেন বলে আশা করেন ৷ সেখানে এক জন লিখেছেন, ‘রানি রাসমণি উত্তর পর্ব’ ধারাবাহিকে গৌরবকে মিস করছেন ৷ তাঁদের অনুযোগ গৌরবের অভিনয়পর্ব শেষ হয়ে যাওয়ার পর আকর্ষণহীন হয়ে পড়েছে ওই ধারাবাহিক ৷