ফেসবুকে মাঝে মাঝেই ছেলে কেশবকে নিয়ে ছবি শেয়ার করেন মধুবনী ৷ কিন্তু একবারও ছেলেকে সামনাসামনি দেখান না ৷ সেরকমই একটি ছবি শেয়ার করেছেন বৃহস্পতিবারও ৷ ছেলেকে কোলে বসিয়ে আদর করছেন অভিনেত্রী ৷ কিন্তু কেশবের পিঠের অংশই দেখতে পাচ্ছেন নেটিজেনরা ৷ ক্যাপশনে রূপকথার মায়াজাল ৷
ছবি ঘিরে অসংখ্য শুভেচ্ছাবার্তা৷ তাদের মধ্যে অনেকেই কেশবের মুখ দেখতে চেয়েছেন ৷ যদিও কিছুদিন আগেই মধুবনী জানিয়েছেন তিনি কেশবের মুখ এখনই সামাজিক মাধ্যমে শেয়ার করবেন না৷ বলেছেন, ‘‘আমরা এখন আমাদের ছেলের মুখ দেখাতে চাই না ৷ এটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ কারণ আমরা ওর ফেসের ছবি এই মুহূর্তে ইন্টারনেটে সার্কুলেট করতে চাইছি না ৷’’
advertisement
তবে ইদানীং অনেক সেলেবই তাঁদের শিশুসন্তানদের মুখের ছবি শেয়ার করেন সামাজিক মাধ্যমে ৷ সেক্ষেত্রে সেটা তাঁদের নিজস্ব অভিমত বলে মনে করেন মধুবনী ৷ তাঁর কথায়, তিনি এবং তাঁর স্বামী রাজা যদি কোনওদিন মনে করেন সেদিন কেশবের মুখের ছবি শেয়ার করবেন ৷ কিন্তু সেটা এখন নয় ৷
অভিনয় সূত্রেই আলাপ রাজা ও মধুবনীর ৷ ২০১০ সালে ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকে তাঁরা একসঙ্গে অভিনয় করেছিলেন ৷ বন্ধু্ত্ব থেকেই প্রেম ৷ তাঁরা বিয়ে করেন ২০১৭ সালে ৷ তাঁদের কোলে কেশব এসেছে এ বছরেই ৷ মধুবনী জানিয়েছেন, এখন মাতৃত্ব উপভোগ করাই তাঁর কাছে শেষ কথা৷ এই মুহূর্তে ফিরছেন না অভিনয়েও ৷ তবে বিউটি পার্লারের ব্যবসা তিনি পরিচালনা করছেন ৷ সেই সংক্রান্ত পোস্টও করেন সামাজিক মাধ্যমে ৷ বাকি সময় জুড়ে শুধুই কেশব ৷