কিন্তু কেন দেখা যায়নি তাকে? সম্প্রতি একটি সাক্ষাৎকারে জীবনের কঠিন সময়ের কথা জানিয়েছেন তিথি বসু ওরফে ঝিলিক! ঝিলিক চরিত্রের পর আর কোনও চরিত্রে কেন দেখা যায়নি তিথি বসুকে। সে বিষয়ে তিথি জানান, “পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় আমার সঙ্গেও সেটাই হয়েছিল। সে সময় আমি সিরিয়ালে মন দিলে হয়ত পড়াশুনোটা শেষ করতে পারতাম না।”
advertisement
আরও পড়ুন: মাছ ভাজার আগে নুন-হলুদ কেন মেখে রাখা হয় জানেন? শরীরের জন্য ভাল না খারাপ? জানুন
এছাড়াও তিথির জীবনে বয়ে গেছে অনেক ঝড়! মাত্র ক্লাস টেন, সে সময়েই বিচ্ছেদ হয়ে যায় বাবা মায়ের। ১৫ বছরের ছোট্ট মেয়েটা হঠাৎ করেই বড় হয়ে যায়। তিনি ওই সাক্ষাৎকারে জানান, ” বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর অনেক কিছু দেখতে হয় তাকে। জীবনের প্রথম বোর্ডের পরীক্ষায় যখন বাকিরা তাদের বাবা মায়ের সঙ্গে আসছে পরীক্ষা দিতে। আমাকে একা যেতে হয়েছে। কারণ বাবা তখন ছেড়ে চলে গেছে। মা একা সব সামলে উঠতে পারতেন না। একাই সব করতে হয় আমাকে। এমনকি ইলেকট্রিকের বিল জমা থেকে বাজার করা সব করতে হয়েছে!”
তিথি আরও বলেন, ” আমি জিডি বিরলা থেকে পাস-আউট। সেখানে পড়ার খরচা অনেক ছিল। আমি যা রোজগার করেছি তাই দিয়েই পড়াশুনো করেছি। কিন্তু সে সময় যেহেতু মা বাবা সব সামলেছে তাই জানতাম না কত রোজগার করছি। যদিও এখন আমি আমার সব কাজের রোজগার নিজেই সামলাই। জীবন আসলে অনেক কিছু শিখিয়ে দিয়েছে খুব কম বয়েসে!”
আরও পড়ুন:
তিথি এখন নিজেকে সফল ইউটিউবার বা ব্লগার হিসেবে দেখতে চায়। কারণ সিরিয়ালের কাজটাও সেই দশাটা পাঁচটা অফিসের মতোই। তিথি চায় না নিজেকে বাঁধা-ধরা নিয়মে বেঁধে ফেলতে। বর্তমানে তার ইউটিউব চ্যানেল এবং ব্লগ থেকে বেশ ভাল রোজগার হচ্ছে। কঠিন সময় কাটিয়ে আগামীতে বড় কিছু সে নিজের মতো করেই করতে চায়। আপাতত ইনস্টাগ্রামের এই ভিডিও তুমুল ভাইরাল !