TRENDING:

Ma Lo Ma Viral Song: 'মা লো মা-আমি করলাম কী'- তুমুল ভাইরাল বাংলা কোক স্টুডিও-র এই গান! শুরু বিতর্ক!

Last Updated:

Ma Lo Ma Viral Song: ইউটিউবে গোটা বিশ্ব জুড়ে ট্রেন্ডিং এখন এই 'মা লো মা' গান! অথচ গানটি কার? তাই নিয়ে শুরু তুমুল বিতর্ক!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কোক স্টুডিও বাংলা দেশের গানকে এক অন্য মাত্রা এনে দিয়েছে! এখানে শুধু যে বাংলা দেশের গান গাওয়া হয়, তা নয়! দুই বাংলার গানই জায়গা করে নিয়েছে! হিন্দি কোক স্টুডিয়োর মতোই দ্রুত জনপ্রিয়তা পেয়েছে বাংলা দেশের কোক স্টুডিও ! এই বাংলা কোক স্টুডিয়োতে মিউজিক পরিচালনা করছেন অর্ণব! শুধু মিউজিক নয় গোটা বিষয়টাই তাঁর মাথায় থাকে! সম্প্রতি এখানে মুক্তি পেয়েছে নতুন গান ‘মা লো মা’! যা ইতিমধ্যে গোটা বিশ্বে সারা ফেলেছে! এই গানে কণ্ঠ দেন প্রীতম হাসান, সাগর দেওয়ান, আরিফ দেওয়ান ও আলি হাসান। প্রকাশের পরই শ্রোতারা লুফে নেয় গানটি। এরইমধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে এটি।
advertisement

তবে মুক্তির সঙ্গে সঙ্গে এই গান নিয়ে বির্তকও শুরু হয়েছে! কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে বলা হয়েছে এই গানটির গীতিকার বাউল আব্দুল খালেক দেওয়ান! এই নাম নিয়েই শুরু হয় সমস্যা! নেত্রকোণার সংস্কৃতি কর্মীরা বলছেন, এই গানটি খুব জনপ্রিয় ভাটি গান! এটি প্রয়াত বাউল রশিদ উদ্দিনের গান! এই নিয়ে সভাও করা হয়! ভুল প্রচার করা হচ্ছে বলে নানা মন্তব্য উঠে আসছে! এমনকি মামলা করার কথাও বলা হচ্ছে! এই গানটিতে বাংলাদেশের লোক শিল্পের ছোঁয়া রয়েছে!

advertisement





সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

যদিও কোক স্টুডিও বাংলার তরফ থেকে জানা যায়, ‘মালো মা’ গানটি লিখেছিলেন ঢাকার সাধক-কবি ও শিল্পী খালেক দেওয়ান। প্রায় একই সুরে এবং কথায় ‘মাগো মা’ নামের একটি গান লেখেন নেত্রকোনার বাউলসাধক রশিদ উদ্দিন। এই দুটি গানের মধ্যে মিল থাকার জন্যই নানারকম প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন ‘মাগো মা’ কে বদলে ‘মা লো মা’ করা হয়েছে! বাকি সবটাই নাকি এক! যদিও এই বিতর্কের মাঝেই এই গান এখন টপ ভাইরাল! বিশ্বের মানুষ এই গানের প্রেমে পড়েছেন! বাংলাদেশের বিশেষ কিছু মিউজিক তুলে এনে বসানো হয়েছে এই গানে! যা আপনাকে ভাবাতে বাধ্য করবে! বিতর্কের জল কতদূর গড়াবে বলা মুশকিল! তবে এই গান যে মন ছুঁয়ে যাবে, তা নিয়ে সন্দেহের জায়গাই নেই!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ma Lo Ma Viral Song: 'মা লো মা-আমি করলাম কী'- তুমুল ভাইরাল বাংলা কোক স্টুডিও-র এই গান! শুরু বিতর্ক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল