TRENDING:

Lopamudra Mitra to Joy Sarkar : ‘তুমি গাও, তুমি গাও, আমি মাছের ঝোল আর ভাত রাঁধলাম গো’

Last Updated:

সকলের বাহবার মাঝখানে ভেসে উঠল একটি মন্তব্য—‘তুমি গাও, তুমি গাও।আমি মাছের ঝোল আর ভাত রাঁধলাম গো।’ লিখেছেন আর কেউ নন, তাঁর স্ত্রী, লোপামুদ্রা মিত্র ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ‘‘ কফির কাপ মনখারাপ/ লাজুক প্রেম কাঁধের তিল/ একটা নাম চিঠির খাম/ ফটোর ফ্রেম হোক সামিল ’’...এটাই শুরু গানের ৷ শুধু গানের কথাই নয় ৷ সঙ্গে গান গেয়েও ফেসবুকে পোস্ট করেছিলেন সুরকার জয় সরকার ৷ অনুরাগীদের উচ্ছ্বাস ও মন্তব্য আসতে সময় নেয়নি ৷
advertisement

সকলের বাহবার মাঝখানে ভেসে উঠল একটি মন্তব্য—‘তুমি গাও, তুমি গাও।আমি মাছের ঝোল আর ভাত রাঁধলাম গো।’ লিখেছেন আর কেউ নন, তাঁর স্ত্রী, লোপামুদ্রা মিত্র ৷ লেখার সঙ্গে ভালবেসে দিয়েছেন একটি প্রেমের ইমোজিও ৷ যার দু’চোখে ফুটে উঠছে ভালবাসার পানপাতা ৷ সামাজিক মাধ্যমে এই তারকা স্বামী স্ত্রী জুটির যুগলবন্দি এখন সুপারহিট ৷ গত দু’দিনে লোপামুদ্রার মন্তব্যে ‘লাইক’ পড়েছে ১৮০০-র বেশি ৷ সঙ্গীতশিল্পীর সুরসিক মন্তব্যের প্রেক্ষিতে এসেছে অসংখ্য পাল্টা মন্তব্য ৷

advertisement

তা হলে গড়পড়তা দাম্পত্যের কোলাজ তাঁদের মধ্যেও? প্রসঙ্গ তুলতেই ফোনের ওপারে লোপামুদ্রার হাসি৷ ‘‘আরে জয় যখন গানটা পোস্ট করেছে, আমি তখন সত্যি ভাত মাছের ঝোল রান্না করছিলাম ৷ তাই ভাবলাম সেটাই লিখি ওখানে ৷’’ জানালেন শিল্পী ৷ হাসির রেশ তখনও মিলিয়ে যায়নি ৷ বললেন, ‘‘জয় তো যায় নিজের স্টুডিয়োতে ৷ ওখানে গিয়ে গান করে, তার পর পোস্ট করে ৷’’ মন্তব্যে কোথাও কি মিশে আছে চাপা দুঃখ?

advertisement

এমনিতেই চারদিকে এখন দুঃখের সময়৷ ওই  মন্তব্যে আলাদা করে কোনও মান অভিমান মিশে নেই ৷ বলছেন লোপামুদ্রা ৷ নিছকই দাম্পত্য-সংলাপ ৷ তবে লোপামুদ্রা সাম্প্রতিক প্রায় লকডাউনে নিয়মিত রান্না করছেন ৷ শখে নয়, প্রয়োজনে৷ জানালেন, তিনি কোনওদিনই রান্না করতে পছন্দ করতেন না৷ এমনকি, আগে রীতিমতো ভয় পেতেন রান্না করার প্রশ্নে ৷ এখন অবশ্য সব শিখে গিয়েছেন ৷ উপভোগ না করলেও ভয় আর পাচ্ছেন না৷ নতুন কাজ শিখে বেশ ভালই লাগছে ৷

advertisement

কথায় কথায় শিল্পী ফিরে গেলেন অতীতে ৷ ‘‘ মা বলত একটু আধটু রান্না শিখে রাখ ৷ আমি বলতাম, আমি রান্না করার জন্য জন্মাইনি৷ খাওয়ার জন্য জন্মেছি৷’’ বলতেন লোপামুদ্রা ৷ বিয়ের আগে বা পরে রান্নাঘরের সঙ্গে বর্ণপরিচয় হয়নি, করার ইচ্ছেও ছিল না ৷ কিন্তু সম্প্রতি তাঁর গৃহসহায়িকা অসুস্থ ৷ ফলে তাঁকেই খুন্তি ধরতে হয়েছে৷ সহজ রন্ধনপ্রণালী চেয়ে পোস্টও করেছিলেন ফেসবুকে ৷ তার পর অজস্র রেসিপি পেয়েছেন ৷ এবং সেগুলো থেকে জমিয়ে রান্নাও করে ফেলেছেন ৷

advertisement

বিয়ের প্রায় উনিশ কুড়ি বছর পর এই প্রথম মাছ ভাজলেন এতদিনে ৷ ওমলেট ঠিক করে ওল্টাতেও পারতেন না৷ এখন সেই হাতেই জলখাবারে বানিয়ে ফেলছেন উপমা বা চিঁড়ের পোলাও ৷ ভাত ডাল তরকারি মাছ মাংস ডিমও শেখা হয়ে গিয়েছে ৷ শুধু দুর্বলতা রয়ে গিয়েছে রুটি লুচি পরোটায় ৷ ওগুলো এখনও আয়ত্তে আসেনি ৷

তিনি একা নন৷ ঘরের কাজে সমানে অংশ নেন জয় সরকারও৷ সকাল বিকেল দু’বেলা বাসন মাজার ভার তাঁরই ৷ সে দায়িত্ব সুরকার পালন করেন হাসিমুখেই ৷ ‘‘কিচ্ছু রান্না পারি না বলে আগে লজ্জাই লাগত৷ এখন সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি৷’’ আসলে অপছন্দের কাজগুলোও আমাদের দিয়ে কোনও না কোনও সময়ে জীবন করিয়ে নেয় ৷ তখন নিজেই নিজের মুশকিল আসান না হয়ে উপায় নেই!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আপাতত জয়ের পোস্টে লোপামুদ্রার রসবোধে হাসির হুল্লোড় নেটিজেনদের মধ্যে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Lopamudra Mitra to Joy Sarkar : ‘তুমি গাও, তুমি গাও, আমি মাছের ঝোল আর ভাত রাঁধলাম গো’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল