আর পাঁচটা দম্পতির মতোই এক সাধারণ দম্পতির গল্প নিয়ে তৈরি এই ছবি।এই ছবিতে এক একান্নবর্তী পরিবারের গল্প দেখা যাবে। এক মিষ্টি দম্পতির নিজেদের একান্ত মুহূর্ত কাটানো কতোটা কঠিন হয়ে পড়ে তাই ফুটে উঠবে এই ছবিতে। এতো লোকের ভিড়ে নিজেদের একে অপরকে সময় দেওয়ার সুযোগ পান না এই দম্পতি। তাই শেষমেশ নিজেদের সম্পর্ক বাঁচাতে নকল ডিভোর্সের নাটক করেন তারা। নিজেদের একটি আস্তানা পাওয়ার জন্য সকলের সামনে নকল ঝামেলা বা ঝগড়া করতে শুরু করেন এই দম্পতি।
advertisement
আরও পড়ুন: “গরমের মধ্যেই সবাই জড়িয়ে ধরছিল……”, মিঠাইয়ের শ্রীতমার পোস্ট দেখে আক্ষেপ অনুরাগীদের
ছবির ফার্স্ট হাফ রোমাঞ্চকর হলেওচরিত্রগুলির সম্পর্কে সঠিক ধারনা তৈরি হয় না। এই ছবিতে এক দম্পতির মনের সমস্ত অনুভূতি বোঝাতে সক্ষম হয়েছেন ছবির পরিচালক। এ ছাড়াও ছবিতে রয়েছে বেশ কিছু কমেডি সিন।
ছবির সেকেন্ড হাফে দেখা গিয়েছে বেশকিছু পারিবারিক মুহূর্ত। তবে চিত্রনাট্য ভাল হলেও অনুমানযোগ্য গল্প হওয়ায় খুব বেশি উত্তেজনার সৃষ্টি করতে পারেনি এই ছবি। তবে মুখ্য চরিত্রদের ভাল অভিনয়ের কারণে হৃদয় ছুঁয়ে যেতে পারে অনেকেরই।
ছবিতে কপিল নামক চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে। ছবিতে নিজের অভনয়ের দক্ষতা পূরণ করছেন ভিকি। অন্যদিকে বহু চেষ্টার পরেও বেশ কিছু জায়গায় দক্ষ অভিনয়ের ছাপ ফেলতে পারেনি সারা আলি খান। বেশকিছু ভাল ডায়লগ থাকা সত্বেও অনেকটাই দূর্বল ঠেকেছে সারার অভিনয়। তবে ছবিতে সারা ও ভিকির অনলাইন কেমিস্ট্রি মন্দ লাগবে না।
সব মিলিয়ে ‘জরা হটকে জরা বচকে’ একটি সুন্দর পারিবারিক বিনোদনমূলক ছবি বলা যেতেই পারে।