একই সঙ্গে আরও একটি ভিডিও পোস্ট করেন তাঁর স্ত্রী৷ পুরনো সেই ভিডিওয়ে দেখা গিয়েছে যে ব্যাঙ্ককে এক প্রমোদতরীতে মেয়ের সঙ্গে অভিষেক৷ সকলে সেখানে নাচছেন, তবে ছোট্ট মেয়ে সকলের সামনে নাচতে কুণ্ঠাবোধ করছে৷ তখনই এগিয়ে এসেছেন বাবা৷ মেয়ের হাত ধরে তিনি নাচলেন, মেয়ের মনে সাহস যোগালেন৷ আসলে বাবারা তো এমনই হন৷ আর অভিষেকও ব্যতিক্রম ছিলেন না৷ কিন্তু আজ সবকিছুই অতীত৷
advertisement
মৃত্যুর আগে লম্বা ছুটি নিয়েছিলেন সপরিবারে ঘুরতে যাবেন বলে। তবে পরিবারের সঙ্গে সেই ছুটি হল না, চিরতরে ছুটিই নিয়ে নিলেন অভিনেতা৷ মেয়ে অন্ত প্রাণ ছিলেন তিনি। মেয়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি তুলে দিতেন সোশ্যাল মিডিয়ায়। মৃত্যুর আগে শেষ রবিবারও সকলের সঙ্গে মজার সময় কাটানোর ছবি দিয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। আরও এক রবিবার এবং ফাদার্স ডে৷ তাই বাবাকে আজ খুব মিস করছে তাঁর ছোট্ট ডল৷
আরও পড়ুন Actress Sandipta Sen in Love: নিজের জন্য সঙ্গী খুঁজে নিলেন সন্দীপ্তা, রইল পাত্রের ছবি
হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে যান অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। ৫৮ বছর বয়সি অভিনেতার মৃত্যুতে এখনও শোকাচ্ছন্ন তাঁর অনুরাগীরা। এক সময়ে বড় পর্দায় একের পরে এক ছবি আর শেষের দিকে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয়। তাই বাঙালি দর্শক এখনও শোকে ভার হয়ে আছেন।