এর আগে অভিনেতা একাধিক ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন যেখানে সিদ্ধার্থের প্রয়াণের ঘটনায় প্রতিক্রিয়াকে তীব্র কশাঘাত করেছেন তিনি ৷
শুধু সামাজিক মাধ্যম নয় ৷ তিনি আঘাত করেছেন বেশ কিছু অভিনেতা এবং ব্যক্তিত্বের আচরণকেও ৷ তাঁর মনে হয়েছে, বেশ কয়েক জন অভিনেতা এবং ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত অনেকেই সিদ্ধার্থের প্রয়াণের পর তাঁর বাড়িতে গিয়েছিলেন শুধুমাত্র ছবি তোলার জন্য ৷ কুশল বলেন, তিনি এই আচরণে বিরক্ত ৷ তাঁর ধারণা, যদি সকলে সত্যি তাঁদের শ্রদ্ধা নিবেদন করতে চাইতেন, তা হলে মাস্ক খুলে সংবাদমাধ্যমের সামনে ছবি তোলানর জন্য ব্যস্ত হতেন না ৷ তাঁর প্রয়াণের পর এই পরিস্থিতি ঘিরে কুশল ক্ষমা চান প্রয়াত সিদ্ধার্থের কাছে এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন ৷
advertisement
‘বিগ বস’-এর ত্রয়োদশ মরসুমের বিজয়ী সিদ্ধার্থ শুক্লার অকালপ্রয়াণের খবর বৃহস্পতিবার হতভম্ব করে দেয় টেলিভিশন ও ফিল্ম ইন্ডাস্ট্রিকে ৷
শোনা গিয়েছে, বুধবার রাতে ঘুমোতে যাওয়ার আগে অস্বস্তি বোধ করেন সিদ্ধার্থ ৷ পর দিন সকালে তাঁর আর ঘুম ভাঙেনি ৷ কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷
শুক্রবার সিদ্ধার্থের শেষকৃত্য সম্পন্ন হয় ওশিয়ারা শ্মশানঘাটে ৷ পরিজনদের পাশাপাশি অভিনেতার অন্ত্যেষ্টিতে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির অনেকে ৷