আরও পড়ুন: মাউন্ট এভারেস্ট জয় করার স্বপ্ন? কত খরচ জানেন? ইচ্ছাপূরণের জন্য জানুন বিস্তারিত
মৃত্যুর ঠিক দু’দিন আগে অর্থাৎ ৬ নভেম্বর নাহি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, যেখানে চারটি ছবি ছিল। শহরের ছবি, নিজের ছবি, বিড়াল এবং তাঁর পোষ্য কুকুরের ছবি।
advertisement
২০১৯ সালে গানের ডেবিউ। ‘ব্লু সিটি’ নামে একটি গান প্রকাশ পায়। তিনি একাধারে গায়িকা, গীতিকার, সুরকার। নিজের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করে প্রবল সুখ্যাতি অর্জন করে সারা বিশ্ব থেকে। গত জুলাই মাসে মুক্তি পেয়েছিল ‘রোজ’ নামে একটি গান। এই গানটি নিয়ে ভক্তদের মধ্যে হইহই পড়ে যায়।
এই গানটির মুক্তির সময়ে নাহি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমার সব গানকে আমি ফুলের মতো দেখি। নির্দিষ্ট এই গানের মাধ্যমে আমি সেই সব মানুষকে একটি বিশেষ সুন্দর গল্প বলতে চাই, যাঁরা আমার ফুলের মতো এই গানগুলি ভালবাসে।’’