প্রায় এক বছর আগে ট্যুইটারে নিজের ‘আনহ্যাপি’ বৈবাহিক জীবনের কথা নিজেরাই জানিয়েছিলেন কঙ্কনা-রণবীর ৷ এবং জানিয়েছিলেন দু’জনের সম্মতিতেই থাকতে চান তাঁরা সেপারেশনে ৷ এমনকী, কঙ্কনা ও রণবীর জানিয়েছিলেন, সেপারেশনে থাকলেও, নিয়মিত তাঁরা দেখা করছেন, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডাও মারছেন ৷
কঙ্কনা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই সবই তার ছেলে ওমের দিকে তাকিয়ে ৷ তবে শেষমেশ আর টানতে পারলেন সম্পর্ক ৷ নতুন খবর অনুযায়ী, একবছর টানা সেপারেশনের পর এবার বিবাহবিচ্ছেদ চাইছেন কঙ্কনা ও রণবীর ৷
advertisement
২০১০ সালে মুম্বই কঙ্গনা সেনশর্মার সঙ্গে বিয়ে হয় রণবীর সোরের ৷ জাঁকজমক নয়, একেবারেই সাদামাটা কায়দায় বিয়ে সারেন দু’জনে ৷ সিনেমার শ্যুটিং ফ্লোর থেকেই আলাপ দু’জনের ৷ প্রেমপর্ব শুরু সেখানে থেকেই ৷ একসঙ্গে জুটি বেঁধে সিনেমাও করেছেন কঙ্কনা ও রণবীর ৷ বিয়ের ৫ বছর পর শেষমেশ বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তই নিল কঙ্কনা-রণবীর !