TRENDING:

Koneenica Banerjee: মাতৃহারা কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দীর্ঘ অসুস্থতার পর ৬৫ বছর বয়সে প্রয়াত অভিনেত্রীর মা

Last Updated:

Koneenica Banerjee's Mother Passes Away: মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় তাঁর মাতৃবিয়োগের খবর দেন অভিনেত্রী ৷ কনীনিকা জানান, ১ এপ্রিল পরলোক গমন করেছেন তাঁর মা কল্পনা বন্দ্যোপাধ্যায় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মা-কে হারালেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় তাঁর মাতৃবিয়োগের খবর দেন অভিনেত্রী ৷ কনীনিকা জানান, ১ এপ্রিল পরলোক গমন করেছেন তাঁর মা কল্পনা বন্দ্যোপাধ্যায় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর ৷
মাতৃহারা কনীনিকা বন্দ্যোপাধ্যায়
মাতৃহারা কনীনিকা বন্দ্যোপাধ্যায়
advertisement

অভিনেত্রী লেখেন, ‘‘একরাশ যন্ত্রণা নিয়ে জানাতে চাই যে, আমাদের প্রিয় মা কল্পনা বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে স্বর্গবাসী হয়েছেন।’’ ১৯৬০ সালের ২৬ মে জন্ম কল্পনা বন্দ্যোপাধ্যায়ের । মাত্র ৬৫ বছর বয়সেই প্রয়াত হলেন তিনি ৷

আরও পড়ুন– দুই সন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে বিয়ে, আশীর্বাদ করলেন স্বামীও ! ৬ দিন পর ফের ফিরে এলেন পুরনো সংসারে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা কল্পনা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি চেন্নাইতেও বেশ কিছুটা সময় ধরে চিকিৎসা হয়েছিল কল্পনাদেবীর। মা-কে সুস্থ করে তুলতে কোনও চেষ্টারই খামতি রাখেননি অভিনেত্রী। আপাতত টেলিভিশনে একটি জনপ্রিয় কুকিং শো ‘রান্নাঘর’-এ দেখা যাচ্ছে কনীনিকাকে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Koneenica Banerjee: মাতৃহারা কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দীর্ঘ অসুস্থতার পর ৬৫ বছর বয়সে প্রয়াত অভিনেত্রীর মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল