তবে আপাতত অভিনেত্রী ভীষণ ব্যস্ত নিজের জীবনে। স্বামী ও ফুটফুটে মেয়েকে নিয়ে দিব্যি কেটে যাচ্ছে তাঁর দিন। সবে শেষ হয়েছে দুর্গা পুজো। বাঙালির সব থেকে বড় উৎসব। যদিও এবছর করোনার জন্য দুর্গাপুজোতেও ছিল অনেক বাধা-নিষেধ। ঠাকুর দেখাতেও ছিল মানা। করোনার জন্যই মানুষকে সতর্ক থাকতে বাধ্য করা হয়েছে। এই সময়টায় কনীনিকা কিন্তু নিজের বাড়িতেই মেয়ের সঙ্গে জমিয়ে সময় কাটিয়েছেন। নানা রকম সাজে সেজে তাঁকে ফোটোশ্যুট করতে দেখা গিয়েছে। সে সব ছবি তিনি নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন।
advertisement
এবার একটি মজার ভিডিও শেয়ার করলেন তিনি। একটি ফোটোশ্যুটের ভিডিও। পুলের ধারে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছেন তিনি। সঙ্গে তাঁর দুই বন্ধু এবং সহকর্মী। তাঁদের সঙ্গে জমিয়ে নাচলেন কনীনিকা। 'মখনা মেরে মখনা' গানে নাচলেন তিনি। এই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, "দুর্গাপুজোয় নাচতে পারিনি তো কি হয়েছে?" এভাবেই ভাসানের নাচের আনন্দ উপভোগ করলেন অভিনেত্রী। এই ভিডিও ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন।