TRENDING:

লাল শাড়িতে বন্ধুদের সঙ্গে 'ভাসান ডান্স' নাচলেন কনীনিকা ! ভাইরাল ভিডিও

Last Updated:

কনীনিকা কিন্তু নিজের বাড়িতেই মেয়ের সঙ্গে জমিয়ে সময় কাটিয়েছেন। নানা রকম সাজে সেজে তাঁকে ফোটোশ্যুট করতে দেখা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম কনীনিকা বন্দ্যোপাধ্যায়। সিরিয়াল, টেলিছবি থেকে শুরু করে বড় পর্দায় অভিনয়। সব কিছুতেই দক্ষ অভিনেত্রী তিনি। তাঁর অভিনয়ের জাদুতে সব সময় মেতেছে বাঙালি। টেলিভিশনের পর্দায় কনীনিকা দেখা গেলেই সেই ধারাবাহিক হয়ে যায় চূড়ান্ত হিট। বলা হয় কনীনিকা টলিউডের লাকি গার্ল। তিনি থাকা মানেই সিরিয়াল, সিনেমা হিট। আসলে মানুষ তাঁকে খুব পছন্দ করেন।
advertisement

তবে আপাতত অভিনেত্রী ভীষণ ব্যস্ত নিজের জীবনে। স্বামী ও ফুটফুটে মেয়েকে নিয়ে দিব্যি কেটে যাচ্ছে তাঁর দিন। সবে শেষ হয়েছে দুর্গা পুজো। বাঙালির সব থেকে বড় উৎসব। যদিও এবছর করোনার জন্য দুর্গাপুজোতেও ছিল অনেক বাধা-নিষেধ। ঠাকুর দেখাতেও ছিল মানা। করোনার জন্যই মানুষকে সতর্ক থাকতে বাধ্য করা হয়েছে। এই সময়টায় কনীনিকা কিন্তু নিজের বাড়িতেই মেয়ের সঙ্গে জমিয়ে সময় কাটিয়েছেন। নানা রকম সাজে সেজে তাঁকে ফোটোশ্যুট করতে দেখা গিয়েছে। সে সব ছবি তিনি নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এবার একটি মজার ভিডিও শেয়ার করলেন তিনি। একটি ফোটোশ্যুটের ভিডিও। পুলের ধারে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছেন তিনি। সঙ্গে তাঁর দুই বন্ধু এবং সহকর্মী। তাঁদের সঙ্গে জমিয়ে নাচলেন কনীনিকা। 'মখনা মেরে মখনা' গানে নাচলেন তিনি। এই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, "দুর্গাপুজোয় নাচতে পারিনি তো কি হয়েছে?" এভাবেই ভাসানের নাচের আনন্দ উপভোগ করলেন অভিনেত্রী। এই ভিডিও ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
লাল শাড়িতে বন্ধুদের সঙ্গে 'ভাসান ডান্স' নাচলেন কনীনিকা ! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল