TRENDING:

Koneenica Banerjee: স্বামী, মেয়ে, অসুস্থ পোষ্যকে নিয়ে সংসারেও সৃজনশীলতা, বিষণ্ণ সময়ে কেমন আছেন অভিনেত্রী ?

Last Updated:

‘এক আকাশের নীচে’-এর কিশোরী পাখি এখন পুরোদস্তুর গৃহিণী ৷ স্বামী এবং একরত্তি মেয়েকে নিয়ে তাঁর ভরপুর সংসার ৷ তার মাঝেও ভুলে যাননি অভিনয় এবং নাচকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : তাঁর মতো সাবলীল অভিনেত্রী কমই এসেছেন বাংলা ধারাবাহিক ও চলচ্চিত্রে ৷ এখনও বলেন দর্শকদের বড় অংশ ৷ কেমন আছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়?
advertisement

‘এক আকাশের নীচে’-এর কিশোরী পাখি এখন পুরোদস্তুর গৃহিণী ৷ স্বামী এবং একরত্তি মেয়েকে নিয়ে তাঁর ভরপুর সংসার ৷ তার মাঝেও ভুলে যাননি অভিনয় এবং নাচকে ৷ বাড়ি থেকেই শুরু করেছেন অনলাইন ওয়ার্কশপ ও গ্রীষ্মকালীন ক্যাম্প ৷ এসব কিছুই মন ভাল রাখার প্রয়াস, ফেসবুক লাইভে নিজেই জানিয়েছেন অভিনেত্রী ৷

তবে বাকিদের মতো এই ধূসর সময়ে তিনিও বিষণ্ণ ৷ বলছেন কনীনিকা ৷ শিল্পীদের বর্তমান পরিস্থিতি উপার্জনহীন৷ ভবিষ্যতও অনিশ্চিত ৷ এই সঙ্কট ভাবিয়ে তুলেছে তাঁকেও ৷ জীবনের এই পর্বে এসে নতুন ভূমিকাও পালন করতে হচ্ছে ৷ সেটা গৃহবধূর ভূমিকা ৷ কনীনিকার কথায়, তিনি কোনওদিন ভাবেননি গৃহবধূ হবেন ৷ এখন গৃহবন্দি জীবনে তিনি কুর্নিশ জানাচ্ছেন সকল গৃহবধূকে ৷ নিজেও চেষ্টা করছেন সব দিক সামলে রাখার ৷ তবে তাঁর স্বীকারোক্তি, মায়ের মতো নিখুঁত গৃহবধূ তিনি হতে পারেননি ৷

advertisement

২০১৭ সালে ব্যবসায়ী সুরজিৎ হরিকে বিয়ে করেন কনীনিকা ৷ দু বছর পরে জন্ম তাঁদের একমাত্র মেয়ে কিয়া-র ৷ সুরজিতের প্রথম পক্ষের ছেলে দ্রোণের সঙ্গেও কনীনিকার সুসম্পর্ক বজায় আছে ৷ সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই ছোট্ট কিয়া-র ছবি শেয়ার করেন কনীনিকা ৷ সেখানে কখনও খুদে কিয়া পুতুল নিয়ে খেলছে ৷ কখনও আবার পিঠে স্কুলব্যাগ নিয়ে বাড়িতেই চলছে স্কুল স্কুল খেলা ৷

advertisement

কিয়া-র কথা ভেবেই পুরোদমে কাজ শুরু করতে পারেন না কনীনিকা ৷ বাবা, মা এবং শাশুড়ির মতো পরিবারের বয়স্ক সদস্যদের নিয়েও তিনি উদ্বিগ্ন ৷ পরিবারের আরও এক সদস্য তাঁর বিষণ্ণতার কারণ ৷ সে ‘বক্সার’, কনীনিকার পরিবারের পোষ্য ৷ তবে তাকে নিজের ছেলে বলেই মনে করেন অভিনেত্রী ৷ দশ বছরের বক্সারের গুরুতর অসুস্থতা তাঁকে ভাবিয়ে তুলেছে ৷ তিনি ভাবতেই পারছেন না কোনওদিন বক্সারকে ছেড়েও থাকতে হবে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

মনকে প্রস্তুত করছেন পারিপার্শ্বিক দেখে ৷ একইসঙ্গে নিজেকে ব্যস্ত রাখছেন সৃষ্টিশীল নানা কাজে ৷ অনুরাগীদের তাঁর পরামর্শ, এভাবেই নিজেদের মগ্ন রাখতে হবে সৃজনশীলতায় ৷ অভিনয় ও নাচ শেখার অনলাইনে ইতিমধ্যেই ভাল সাড়া পেয়েছেন তিনি ৷ স্কুলজীবন থেকেই নাচ শিখিয়েছেন কনীনিকা ৷ আপাতত ফিরে যাওয়া সেই পুরনো অভ্যাসেই ৷ তবে এ বার তিনি হাতেকলমে না শেখালেও প্রতি ক্লাসে উপস্থিত থাকছেন ৷ মনের খেয়াল রাখতে, যত্ন নিতে, সৃজনশীলতাই ভরসা অভিনেত্রীর ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Koneenica Banerjee: স্বামী, মেয়ে, অসুস্থ পোষ্যকে নিয়ে সংসারেও সৃজনশীলতা, বিষণ্ণ সময়ে কেমন আছেন অভিনেত্রী ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল