TRENDING:

Koffee With Karan: ‘বাবা চুমু খাচ্ছে তাও...’ ধর্মেন্দ্রকে নিয়ে বিস্ফোরক সানি-ববি! করণের কাছে অকপট

Last Updated:

করণ জোহরের এই শোতে এবার অতিথি সানি দেওল এবং ববি দেওল। বাবার চুম্বন নিয়ে কী বললেন দুই ভাই?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বড় চমক দিয়েই শুরু হয়েছে ‘কফি উইথ করণের’ নতুন সিজন। প্রথম পর্বেই অতিথির আসনে ছিলেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। দুই তারকা তাঁদের বিয়ের ভিডিও থেকে প্রেমের নানা দিক তুলে ধরেন। করণ জোহরের এই শোতে এবার অতিথি সানি দেওল এবং ববি দেওল। বাবার চুম্বন নিয়ে কী বললেন দুই ভাই?
‘বাবা চুমু খাচ্ছে তাও...’ ধর্মেন্দ্রকে নিয়ে বিস্ফোরক সানি-ববি! করণের কাছে অকপট
‘বাবা চুমু খাচ্ছে তাও...’ ধর্মেন্দ্রকে নিয়ে বিস্ফোরক সানি-ববি! করণের কাছে অকপট
advertisement

আলিয়া ভাট এবং রণবীর সিং অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র দুই মুখ‍্য চরিত্রে দেখা গিয়েছে ধর্মেন্দ্র এবং শাবানা আজমিকে। বর্ষীয়ান দুই অভিনেতা তাঁদের অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। ছবির একটি দৃশ‍্যে একে অপরকে চুম্বন করতেও দেখা যায় ধর্মেন্দ্র এবং শাবানাকে। এই চুম্বন নিয়ে রীতিমতো চর্চা হয়েছে। তবে পর্দায় বাবাকে এমন দৃশ‍্যে দেখে কী মনে হয়েছে ধর্মেন্দ্রের দুই ছেলে সানি এবং ববির?

advertisement

আরও পড়ুন: মিমি, দিতিপ্রিয়া থেকে ঋতুপর্ণা! লক্ষ্মীর আরাধনায় মাতলেন টলিপাড়ার কোন কোন তারকারা? এক নজরে দেখে নিন

‘কফি উইথ করণে’ অতিথি হয়ে আসা দেওল ভাইদের এই প্রশ্নই করেন জিজ্ঞেস করেন সঞ্চালক করণ। উত্তরে অবশ‍্য একরাশ হাসি দুজনের মুখেই। ‘‘তোমার ছবিতে বাবা চুমু খাচ্ছে তাও লোকে বলেছে কি মিষ্টি’’, হাসতে হাসতে বলেন ববি। সানির মতে,‘‘বাবা যা ইচ্ছে তাই করতে পারেন’’।

advertisement

‘কফি উইথ করণ’ সিজন ৮ শুরু হয়েছে রণবীর-দীপিকার হাত ধরে। তাঁদের সম্পর্ক নিয়ে অনেক গোপন রহস‍্যই খোলসা করেছেন দুজনে। সেই নিয়ে চর্চাও হয়েছে প্রচুর। রীতিমতো ট্রোলের শিকার হয়েছেন দীপিকা। এবার সানি এবং ববি কোন গোপণ কথা তুলে ধরেন তাই দেখার অপেক্ষায় দর্শক।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Koffee With Karan: ‘বাবা চুমু খাচ্ছে তাও...’ ধর্মেন্দ্রকে নিয়ে বিস্ফোরক সানি-ববি! করণের কাছে অকপট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল