সম্প্রতি ‘কফি উইথ করণের’ নতুন প্রোমো নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন করণ জোহর। প্রোমোতে নিজেরই ‘অল্টার ইগো’ বা বিবেকের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে করণকে। এক করণ আরেক করণকে ‘কফি উইথ করণে’ তাঁর শত্রুদের, তারকা সন্তান নন যাঁরা, কিংবা অবিবাহিত তারকাদের আমন্ত্রণ জানাতে বলছেন। প্রোমোর ভিডিও ভাইরাল হওয়ার পরেই নেটিজেনরদের ধারণা এই তালিকায় থাকতে পারে কঙ্গনার নাম।
advertisement
আরও পড়ুন: অজয়, শাহরুখের সঙ্গে ফের বিজ্ঞাপনের মুখ অক্ষয়! ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে জল্পনা
কফি উইথ করণের নতুন প্রোমোতে নিজের সঙ্গে মশকরায় মেতেছেন করণ। করণের করণকে প্রশ্ন,‘‘ সিজন ৮ এ তোমার শত্রুদেরকে ডাকছো না কেন?’’ করণের বিবেকের জবাব,‘‘ তোমাকে কিন্তু ৮০ বছর বয়স পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারে।
এবার করণের বক্তব্য, ‘‘ তাহলে স্টার কিডদের ডেকো না।’’ করণের বিবেক এই প্রস্তাবও নাকচ করে বলে, ‘‘তাহলে কোনও সিজনই হবে না।’’ সবশেষে করণের বক্তব্য,‘‘ তাহলে যারা সিঙ্গল তাদের ডাকো। তাদের বিয়ের ব্যবস্থা কর।’’ অন্য করণের উত্তর,‘‘তুমি ছাড়া আর কেউ বাকি নেই, সবাইকে তুমি সঙ্গী জুটিয়ে দিয়েছো।’’