TRENDING:

Koffee With Karan: ‘কফি উইথ করণের’ অতিথির আসনে কঙ্গনা! ‘শত্রুদের’ আমন্ত্রণ জানাতে চান পরিচালক? আসল সত‍্যিটা কি?

Last Updated:

এবারের অতিথিদের তালিকায় কি থাকবে কঙ্গনা রানাওয়াতের নাম? করণের প্রোমো দেখে খানিকটা তেমনই ইঙ্গিত পাচ্ছেন নেটিজেনরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
‘কফি উইথ করণ’ নিয়ে আবার ফিরছেন করণ জোহর। সিজন ৮-এর দিনক্ষণ ঘোষণা ইতিমধ‍্যেই হয়ে গিয়েছে। কিন্তু এবারের অতিথিদের তালিকায় কি থাকবে কঙ্গনা রানাওয়াতের নাম? করণের প্রোমো দেখে খানিকটা তেমনই ইঙ্গিত পাচ্ছেন নেটিজেনরা।
advertisement

সম্প্রতি ‘কফি উইথ করণের’ নতুন প্রোমো নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন করণ জোহর। প্রোমোতে নিজেরই ‘অল্টার ইগো’ বা বিবেকের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে করণকে। এক করণ আরেক করণকে ‘কফি উইথ করণে’ তাঁর শত্রুদের, তারকা সন্তান নন যাঁরা, কিংবা অবিবাহিত তারকাদের আমন্ত্রণ জানাতে বলছেন। প্রোমোর ভিডিও ভাইরাল হওয়ার পরেই নেটিজেনরদের ধারণা এই তালিকায় থাকতে পারে কঙ্গনার নাম।

advertisement

আরও পড়ুন:  অজয়, শাহরুখের সঙ্গে ফের বিজ্ঞাপনের মুখ অক্ষয়! ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে জল্পনা

কফি উইথ করণের নতুন প্রোমোতে নিজের সঙ্গে মশকরায় মেতেছেন করণ। করণের করণকে প্রশ্ন,‘‘ সিজন ৮ এ তোমার শত্রুদেরকে ডাকছো না কেন?’’ করণের বিবেকের জবাব,‘‘ তোমাকে কিন্তু ৮০ বছর বয়স পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এবার করণের বক্তব‍্য, ‘‘ তাহলে স্টার কিডদের ডেকো না।’’ করণের বিবেক এই প্রস্তাবও নাকচ করে বলে, ‘‘তাহলে কোনও সিজনই হবে না।’’ সবশেষে করণের বক্তব‍্য,‘‘ তাহলে যারা সিঙ্গল তাদের ডাকো। তাদের বিয়ের ব‍্যবস্থা কর।’’ অন‍্য করণের উত্তর,‘‘তুমি ছাড়া আর কেউ বাকি নেই, সবাইকে তুমি সঙ্গী জুটিয়ে দিয়েছো।’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Koffee With Karan: ‘কফি উইথ করণের’ অতিথির আসনে কঙ্গনা! ‘শত্রুদের’ আমন্ত্রণ জানাতে চান পরিচালক? আসল সত‍্যিটা কি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল