TRENDING:

Kishwer Merchant : থাইরয়েড থেকে সি সেকশনে অস্ত্রোপচার, সমস্যাবিদ্ধ মাতৃত্বের পথে যন্ত্রণা নিয়ে অকপট কিশ্বর

Last Updated:

অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে যে শারীরিক সমস্যার বহু পর্ব পার হতে হয়েছে, সে কথা জানিয়েছেন অকপট কিশ্বর (Kishwer Merchant)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : অভিনেত্রী কিশ্বর মার্চেন্ট (Kishwer Merchant) মাতৃত্বের স্বাদ পেয়েছেন সম্প্রতি ৷ গত ২৭ অগাস্ট তাঁর এবং স্বামী সুয়াশের সংসারে এসেছে নতুন অতিথি ৷ পুত্রসন্তানের নাম এখনও প্রকাশ করেননি এই তারকা দম্পতি ৷ তবে অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে যে শারীরিক সমস্যার বহু পর্ব পার হতে হয়েছে, সে কথা জানিয়েছেন অকপট কিশ্বর ৷ যে চ্যালেঞ্জ পেরিয়ে মা হয়েছেন, সে সম্বন্ধে সামাজিক মাধ্যমে বলেছেন অভিনেত্রী ৷
advertisement

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘‘আমাকে বহু সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে...আমি সেরা অবস্থায় ছিলাম না, সি সেকশনে অস্ত্রোপচার, পেইন কিলার, ক্লান্তি, উদ্বেগ, স্তন্যপান করানো...কিন্তু আমরা একে অন্যকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে এই যাত্রায় আমরা পাশে থাকব এবং সবকিছুকেই আমাদের জন্য খুব সুন্দর করে তুলব৷’’

নবজাতকের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে কিশ্বর লিখেছেন, ‘‘নামও বলব...মুখও দেখাব...তবে এখন শুধুই আপনাদের কাছ থেকে ভালবাসা চাইছি ৷ আমাদের যে ভালবাসা ও আশীর্বাদ আপনারা দিয়েছেন, তার জন্য কোনও ধন্যবাদই যথেষ্ট নয় ৷’’

advertisement

এর আগেও অন্তঃসত্ত্বাকালীন সমস্যা নিয়ে সামাজিক মাধ্যমে লিখেছিলেন কিশ্বর ৷ তিনি লিখেছিলেন, ‘‘সবকিছু যে খুব ভাল মতো গিয়েছে, তা নয় ৷’’ একইসঙ্গে জানান, থাইরয়েড ও হেমারয়েডস-এর মতো শারীরিক সমস্যার মুখোমুখি তাঁকে হতে হয়েছে ৷ সেইসঙ্গে ছিল ইচিব্রেস্টস-এর সমস্যাও ৷ অর্থাৎ অন্তঃসত্ত্বা অবস্থায় স্তনে অসম্ভব প্রদাহ বা চুলকানি সমস্যা ৷ মুডস্যুইং বা ঘন ঘন মনের আকাশে আবহাওয়া পরিবর্তনের মধ্যে দিয়েও তাঁকে পাড়ি দিতে হয়েছে ৷ বাকি মায়েদের মতো তাঁর শরীরেও এসেছে স্ট্রেচমার্কস ৷ স্বাভাবিক অবস্থায় ফিরতে তিনি ভরসা রেখেছেন জুম্বা ও ওয়ার্ক আউটের উপর ৷ পাশাপাশি ডায়েটে রাখছেন আম, দুধ এবং ঘি ৷ তবে যন্ত্রণার সবথেকে বড় উপশম তাঁর কথায় জীবনসঙ্গীর পাশে থাকা ৷ কারণ তিনি মনে করেন জীবনসঙ্গীর সান্নিধ্যই যাত্রাপথকে মসৃণ করে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কাজের সূত্রেই পরিচয় সুয়াশ ও কিশ্বরের ৷ তাঁদের প্রথম আলাপ হয়েছিল ‘প্যায়ার কি ইয়ে এক কহানি’-র সেটে ৷ কয়েক বছরের প্রেমপর্বের পর অবশেষে বাঁধা পড়েন সাতপাকে ৷ সুয়াশ ও কিশ্বরকে দেখা গিয়েছে ‘বিগ বস’-এর নবম সিরিজেও ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kishwer Merchant : থাইরয়েড থেকে সি সেকশনে অস্ত্রোপচার, সমস্যাবিদ্ধ মাতৃত্বের পথে যন্ত্রণা নিয়ে অকপট কিশ্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল