TRENDING:

Kishwer Merchant : মা হলেন কিশ্বর মার্চেন্ট, ‘সুকিশ’-এর পরিবারে নতুন অতিথি

Last Updated:

অভিনেতা দম্পতি কিশ্বর মার্চেন্ট (Kishwer Merchant ) এবং সুয়াশ রাই-এর (Suyassh Rai) পরিবারে নতুন অতিথি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : অভিনেতা দম্পতি কিশ্বর মার্চেন্ট (Kishwer Merchant ) এবং সুয়াশ রাই-এর (Suyassh Rai) পরিবারে নতুন অতিথি ৷ শুক্রবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কিশ্বর ৷ সন্তানলাভের খবর জানিয়েছেন সামাজিক মাধ্যমে ৷ সঙ্গে শেয়ার করেছেন নবজাতকের ছবিও ৷ পুত্রসন্তানের মা হওয়ার খবর দিয়ে কিশ্বর লিখেছেন, ‘স্বাগতম বেবি রাই !’
advertisement

অনুরাগীদের কাছে কিশ্বর ও সুয়াশের জুটির আদরের ডাকনাম ‘সুকিশ’ ৷ তাঁদের প্রেমের সূত্রপাত ২০১০-এ ৷ বিয়ে করেন ৬ বছর পর, ২০১৬ সালে ৷ অন্তঃসত্ত্বা পর্বের একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কিশ্বর ৷ সাধভক্ষণ থেকে শুরু করে মাতৃত্বলাভের বিভিন্ন মুহূর্ত-এই জুটি জীবনের এই বিশেষ পর্বের প্রতি মুহূর্ত উপভোগ করেছেন ৷ তবে তাঁরা নবজাতকের কী নাম রেখেছেন, এখনও জানাননি ৷

advertisement

১৯৯৭ সালে ‘শক্তিমান’ ধারাবাহিক দিয়ে আত্মপ্রকাশ কিশ্বরের ৷ এর পর ‘হিপ হিপ হুররে’, ‘হেলো ফ্রেন্ডস’, ‘শসসসস কোই হ্যায়’, ‘কুটুম্ব’, ‘ধড়কন’, ‘দেশ মেঁ নিকলা হোগা চাঁদ’, ‘কসৌটী জিন্দগী কে’, ‘পিয়া কা ঘর’, ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘কসম সে’, ‘খিচড়ী’, ‘হাতিম’-সহ একাধিক ধারাবাহিকে নিজের অভিনয় প্রতিভার ছাপ রেখেছেন ৷ তাঁকে দেখা গিয়েছে ‘ভেজা ফ্রাই টু’ ছবিতেও ৷ অন্যদিকে সুয়াশ অভিনয় করেছেন ‘ইয়ে হ্যায় আশিকী’, ‘এক থা রাজা এক থি রানি’, ‘রিশতা লিখেঙ্গে হম নয়া’-সহ বেশ কিছু ধারাবাহিকে ৷ ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’-এও দেখা গিয়েছে তাঁকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত কিশ্বরের থেকে বয়সে 8 বছরের ছোট সুয়াশ ৷ কিন্তু বয়সের ব্যবধান ছায়া ফেলেনি তাঁদের দাম্পত্যে ৷ সংসার ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখতে জানেন এই তারকা দম্পতি ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kishwer Merchant : মা হলেন কিশ্বর মার্চেন্ট, ‘সুকিশ’-এর পরিবারে নতুন অতিথি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল