TRENDING:

নামী মডেলের বাথরুমের বেসিন দেখে চোখ কপালে উঠছে সবার! দেখুন আপনিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নামী মডেল৷ তার বাড়ির অন্দরমহলে উঁকি মারলে অনেক কিছু দেখেই মাথা ঘুরে যাবে৷ যার মধ্যে বাথরুমের বেসিনটি সেরা৷ বেসিন বলতে যেমন বোঝায় তেমন তো নয়ই, উল্টে আপনার মনে হতেই পারে এটি একটি টেবল স্ল্যাব৷ একেবারে ফ্ল্যাট!সাধারণভাবে বেসিন বলতে যেমন হয় একটু নীচু গোলাকার বস্তু৷ এটা একেবারেই তেমন নয়৷ আর মুখ ধুতে তো এমন গোলাকার বেসিনেই স্বচ্ছ্বন্দ৷ কিন্তু এমন ফ্যাল্ট বেসিন ব্যবহারই বা হবে কীভাবে৷
advertisement

তবে ভাববেন না৷ এটা কোন সাধারণ বাড়ি৷ যার বাড়ির ছবি দেখছেন তিনি কিম কার্দাশিয়ান৷ বিশ্বের নামী মডলদের মধ্যে অন্যতম৷ তাকে দেখেই পুরুষের মনে ঝড় ওঠে৷ এহেন মডেলের বাড়ির বেসিন তো আর সাধারণ হবে না৷ তাই এমন ব্যবস্থা৷ নিজেই এই ভিডিও পোস্ট করেছেন কিম৷ তার মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়৷ সকলেই এক প্রশ্ন যে এই বেসিন কী আদৌ ব্যবহারযোগ্য?

advertisement

আরও পড়ুন ১৬ বছরের মেয়েকে কবে সিনেমায় দেখা যাবে? উত্তরে যা জানালেন কাজল...

এবার ভিডিওটি দেখে বুঝে নিন যে কীভাবে ব্যবহার করবেন এমন বেসিন৷ এমনভাবে তৈরি এই বেসিনটি যা দেখতে ফ্ল্যাট হলেও ঢাল আছে দুদিকেই৷ তাই জল বাইরে পড়বে না৷ এমনই ব্যবস্থা করা হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
নামী মডেলের বাথরুমের বেসিন দেখে চোখ কপালে উঠছে সবার! দেখুন আপনিও