মুম্বই বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্যাপারাৎজি ছেঁকে ধরেছিল কিমের গাড়িটিকে। তিনি ক্যামেরার উদ্দেশে হাত নাড়েন। সমস্ত আলোকচিত্রীদের সঙ্গে একটি লুক শেয়ার করে সমাজমাধ্যমে কিম লেখেন “হাই ইন্ডিয়া।”
মুম্বইয়ের তাজ হোটেলের কর্মীরা কিমকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান। কপালে তিলক এঁকে দেন। হোটেল থেকে ভক্তদের সঙ্গেও কিম ও ক্লোইর একটি ছবিও ভাইরাল হয়েছে।
advertisement
কিম আর ক্লোই ছাড়াও, সপ্তাহান্তে অনন্ত-রাধিকার বিয়েতে আরও বেশ কিছু আন্তর্জাতিক তারকা উপস্থিত থাকবেন বলে জানা যায়। সেই তালিকায় রয়েছেন জন সিনা, মাইক টাইসন এবং জঁ-ক্লদ-ভ্যান দাম। ‘কাম ডাফন’ হিটমেকার রেমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার নিক জোনাসও এসে পৌঁছেছেন মুম্বইয়ে। সঙ্গে তাঁর স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠান শুরু হবে ১২ জুলাই। বর কনের পোশাকের ধরন ভারতেরই সাবেকি ঐতিহ্য অনুযায়ী। ১৩ জুলাই শুভ আশীর্বাদ। এদিনের পোশাক হবে ফরমাল ইন্ডিয়ান। এর পর ১৪ জুলাই, মঙ্গল উৎসব বা বউভাত। এদিনের পোশাক জাঁকজমকপূর্ণ। বিয়ের সব ক’টি অনুষ্ঠানই আয়োজিত হবে বিকেসিতে।