বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে পড়াশোনা বন্ধ রেখে অভিনয়ের জগতে পা রেখেছিলেন তিনি। ধীরে ধীরে কয়েক বছর ধরে জয় করেছেন অগণিত ভক্তের হৃদয়। অভিনয়প্রতিভার পাশাপাশি তিনি মুগ্ধ করেছেন বিনয়ী স্বভাব ও আচার আচরণেও। সম্প্রতি যশের আরও একটি দিক প্রকাশিত হয়েছে প্রখ্যাত পরিচালক এস এস রাজামৌলির আলাপচারিতায়। ‘বাহুবলী’, ‘আরআরআর’ ছবির পরিচালক রাজামৌলি যা জানিয়েছেন তাতে চোখের কোণে জল আসবেই। তিনি কথায় কথায় জানিয়েছেন যে যশের বাবা পেশায় একজন বাসচালক ছিলেন এবং এখনও তিনি বাস চালান।
advertisement
রাজামৌলির কথায়, ‘‘যশের বাবা যে পেশায় একজন বাসচালক, সে কথা জানতে পেরে আমি অভিভূত। আমি শুনেছি ছেলের এই সাফল্যের পরেও তিনি বাসচালকের কাজ করেন। আমার কাছে নিজের ছেলের থেকে যশের বাবা একজন বড় তারকা।’’
আরও পড়ুন : বাধা কেটে ফুটবে বিয়ের ফুল, এ বছরই বিয়ে হতে পারে এই ৫ রাশির জাতক জাতিকাদের
যশ জানিয়েছেন তিনি ডিগ্রি অসমাপ্ত রেখে অভিনয়ের দুনিয়ায় এসেছিলেন। তাঁর বাবা মা চেয়েছিলেন ছেলে অন্তত পড়াশোনা শেষ করুক। তবে তাঁরা নিশ্চিত ছিলেন যে কিছু দিন পর তাঁর মোহ কেটে যাবে। অভিনয় ছেড়ে ফের ফিরে আসবেন লেখাপড়ার দুনিয়ায়। কিন্তু তাঁদের সেই ইচ্ছে সফল হয়নি। অভিনয়ের পেশাকে আঁকড়ে ধরেই থেকে যান যশ।
২০১৬ সালে প্রেমিকা রাধিকাকে বিয়ে করেছেন যশ। দুই সন্তান আর্যা এবং অথর্বকে নিয়ে তাঁদের ভরা সংসার। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন এই তারকা।