দীর্ঘ বিরতির পর কবিতা ফের ধারাবাহিকে ফিরছেন ‘লক্ষ্মী ঘর আয়ি’ শো-এ ৷ কী ধরনের চরিত্র তিনি ফুটিয়ে তুলবেন পর্দায়? সংবাদমাধ্যমে জানিয়েছেন এই ধারাবাহিকে তিনি ফুটিয়ে তুলবেন ক্যামিয়ো চরিত্র ৷ কবিতা বলেছেন, ‘‘বক্সা মাসির ভূমিকা, যাতে আমি অভিনয় করব, সেটি আমার আগের অভিনীত চরিত্রগুলি থেকে সম্পূ্র্ণ আলাদা ৷ ’’ কবিতা অভিনীত ধারাবাহিকের মধ্যে অন্যতম হল ‘কুটুম্ব’, ‘কহানি ঘর ঘর কি’, ‘কোই আপনা সা’, ‘কহানি তেরি মেরি’, ‘পিয়া কা ঘর’, ‘কুমকুম’ এবং ‘এফআইআর’ ৷ পাশাপাশি, ‘এক হাসিনা থি’, ‘মুম্বই কলিং’, ‘জঞ্জীর’-সহ বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন ৷ যদিও কবিতা মনে করেন টেলিভিশনের মতো অন্য কোনও মাধ্যমে দর্শকদের এত গভীর মনোযোগ অভিনেতারা পান না ৷
advertisement
আরও পড়ুন : "আপনাদের আসলে গসিপ চাই", নিজের লেখা বই প্রসঙ্গে বললেন প্রিয়াঙ্কা
অভিনয়ের পাশাপাশি কবিতা কৌশিক জনপ্রিয়তার প্রথম সারিতে এসেছিলেন ‘বিগ বস’-এর দৌলতে ৷ এই শো-এর ত্রয়োদশ মরসুমে অংশ নিয়েছিলেন কবিতা ৷ তাঁর আগমনে জৌলুস বাড়বে শো-এর, মনে করেছিলেন দর্শকরা ৷ কিন্তু প্রতিযোগিতা এগোতেই কবিতা ক্রমশ একের পর এক জড়িয়ে পড়েন বিতর্কে ৷ বিগ বসের বাড়ির একাধিক বাসিন্দার সঙ্গে তিনি বিবাদে জড়িয়ে পড়েন ৷ বিশেষত আলি গনি এবং রুবিনা দিলায়েকের সঙ্গে তাঁর বিবাদ ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছিল ৷ রুবিনার সঙ্গে বিবাদের পর বিগ বস শো ছেড়েই চলে যান কবিতা ৷
আরও পড়ুন : শার্টের সবক’টা বোতাম খোলা,নেই অন্তর্বাস! ক্যামেরার সামনে অনায়াসে উপস্থিত অভিনেত্রী মৌনি রায়!
পরে বিগ বস-এর তিক্ত অভিজ্ঞতা নিয়ে তিনি বলেছিলেন, সেখানে দীর্ঘ ক্ষণ আনাহারে থাকা এবং যথেষ্ট পরিমাণে ঘুমের অভাবে তাঁর মধ্যে জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল ৷