প্রোমোতে দেখা গেল, রিয়্যালিটি শো-এর সঞ্চালক, বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন জসকরনের নাম ঘোষণা করে বললেন, তিনি এক কোটি টাকা জিতেছেন। তবে তার পরেই দেখা গেল, তার পরবর্তী ধাপ, অর্থাৎ ১৬ নম্বর প্রশ্নের (যার মূল্য ৭ কোটি) জন্য প্রস্তুত জসকরন। সুতরাং শেষমেশ এত টাকা সেই যুবক পেলেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
এক কোটি টাকা জিতে জসকরনকে বলতে শোনা যায়, তাঁর গ্রামে অধিকাংশ মানুষই স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেননি। জসকরন অনেক কষ্ট করে ইউপিএসসি-র জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবারই প্রথম পরীক্ষায় বসবেন। অমিতাভ এক কোটি টাকার ঘোষণা করার পর জসকরন বলে ওঠেন, ‘জীবনে আমার প্রথম রোজগার’।
আরও পড়ুন: মাত্র ৬০-এ শুরু, টিকিটের সর্বোচ্চ দামে আঁতকে উঠবেন, কলকাতায় ‘জওয়ান’ দেখার হিড়িক কেমন
জসকরনের বাবা ক্যাটারিংয়ের কাজ করেন। ঠাকুরদা বিক্রি করেন ছোলে ভাটুরে। ঠাকুমা ছোট একটি সব্জির দোকান চালান। পঞ্জাবের খলরাতে বসবাস এই পরিবারের। সেখান থেকে চার ঘণ্টা দূরে জসকরনের কলেজ। রোজ বাসে চেপে কলেজে যাতায়াত করেন জসকরন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ কি তবে তাঁর ভাগ্যবদল করতে পারবে?