TRENDING:

Kaun Banega Crorepati 15: KBC-র নয়া সিজনে প্রথম কোটিপতি, ক্যাটারারের ছেলের রোজগার এক কোটি! আবেগঘন অমিতাভও, জানুন যুবকের কাহিনি

Last Updated:

Kaun Banega Crorepati 15: জসকরন অনেক কষ্ট করে ইউপিএসসি-র জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবারই প্রথম পরীক্ষায় বসবেন। অমিতাভ এক কোটি টাকার ঘোষণা করার পর জসকরন বলে ওঠেন, ‘জীবনে আমার প্রথম রোজগার’।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৫ নম্বর সিজন পেল তার প্রথম কোটিপতি। পঞ্জাবের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা জসকরন সিং নামের এক যুবকই ‘বনেগা ক্রোড়পতি’। সম্প্রতি সোনি টিভি থেকে যে প্রোমোটি মুক্তি দেওয়া হল, তাতে এমনই ইঙ্গিত পেলেন দর্শকেরা।
কৌন বনেগা ক্রোড়পতি
কৌন বনেগা ক্রোড়পতি
advertisement

প্রোমোতে দেখা গেল, রিয়্যালিটি শো-এর সঞ্চালক, বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন জসকরনের নাম ঘোষণা করে বললেন, তিনি এক কোটি টাকা জিতেছেন। তবে তার পরেই দেখা গেল, তার পরবর্তী ধাপ, অর্থাৎ ১৬ নম্বর প্রশ্নের (যার মূল্য ৭ কোটি) জন্য প্রস্তুত জসকরন। সুতরাং শেষমেশ এত টাকা সেই যুবক পেলেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

advertisement

এক কোটি টাকা জিতে জসকরনকে বলতে শোনা যায়, তাঁর গ্রামে অধিকাংশ মানুষই স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেননি। জসকরন অনেক কষ্ট করে ইউপিএসসি-র জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবারই প্রথম পরীক্ষায় বসবেন। অমিতাভ এক কোটি টাকার ঘোষণা করার পর জসকরন বলে ওঠেন, ‘জীবনে আমার প্রথম রোজগার’।

আরও পড়ুন: মাত্র ৬০-এ শুরু, টিকিটের সর্বোচ্চ দামে আঁতকে উঠবেন, কলকাতায় ‘জওয়ান’ দেখার হিড়িক কেমন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

জসকরনের বাবা ক্যাটারিংয়ের কাজ করেন। ঠাকুরদা বিক্রি করেন ছোলে ভাটুরে। ঠাকুমা ছোট একটি সব্জির দোকান চালান। পঞ্জাবের খলরাতে বসবাস এই পরিবারের। সেখান থেকে চার ঘণ্টা দূরে জসকরনের কলেজ। রোজ বাসে চেপে কলেজে যাতায়াত করেন জসকরন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ কি তবে তাঁর ভাগ্যবদল করতে পারবে?

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kaun Banega Crorepati 15: KBC-র নয়া সিজনে প্রথম কোটিপতি, ক্যাটারারের ছেলের রোজগার এক কোটি! আবেগঘন অমিতাভও, জানুন যুবকের কাহিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল