ধৃতদের মধ্যে রয়েছেন গণধর্ষণে অভিযুক্ত কলেজের প্রাক্তন ছাত্রনেতা মনোজিৎ মিশ্র, জায়েদ আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়৷ এ ছাড়াও ওই কলেজের একজন নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ৷
এবার ধর্ষণ-নারী নির্যাতন এবং সম্প্রতি কসবা ল কলেজের ধর্ষণের ঘটনা সম্পর্কে মুখ খুললেন সোহম চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সুদেষ্ণা রায়। কী বললেন তাঁরা!
ঋতুপর্ণা সেনগুপ্ত বললেন, নারী নির্যাতনের এই সমস্ত ঘটনা অবশ্যই কষ্ট দেয়। এই ঘটনাটি সম্পর্কে এখনও পর্যন্ত খুবই অল্প জানি। তবে প্রত্যেক নারীকে সেলফ ডিফেন্স গড়ে তুলতে হবে। নিজের রক্ষা নিজে করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনে আমার মেয়েকেও মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে হবে।
advertisement
আরও পড়ুন- ‘যাদের উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশ আছে…’, নারী নিরাপত্তা নিয়ে বিজেপিকে পাল্টা তোপ সায়নীর
সোহম চক্রবর্তী: অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দলমত নির্বিশেষে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। দোষীকে তালিবানি কায়দায় সবার সামনে শাস্তি দেওয়া উচিত।
সুদেষ্ণা রায়: শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখের, হতাশাজনক। কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর হয়ে অপরাধীদের ধরেছে, সেটা এক দিক থেকে আশার আলো দেখায়। অপরাধীর যেন যোগ্য শাস্তি হয়!