একগুচ্ছ ছবি শেয়ার করে কার্তিক লিখেছেন, “জয় জওয়ান!! ❤️ এক দিন নৌসেনার সঙ্গে...জওয়ানদের সঙ্গে।" ছবিতে কার্তিককে ভারতীয় নৌবাহিনীর আধিকারিকদের সঙ্গে পোজ দিতে দেখা যায়। ত্রি-রঙা পতাকা উঁচুতে তুলে ধরেন একসঙ্গে। তিনি একটি ভিডিওও শেয়ার করেছেন, যেখানে তিনি ভুল ভুলাইয়া ২-এর হুক স্টেপ শেখাচ্ছেন একদল সশস্ত্র জওয়ানকে, নাচছেন তাঁদের সঙ্গে। অভিনেতা ক্যাম্পে রুটি তৈরির মেশিন দিয়ে রুটি তৈরি করতেও শিখেছিলেন।
আরও পড়ুন: ৭৫তম স্বাধীনতা দিবসে নবরূপে দেব! প্রকাশ্যে আসছে ‘বাঘা যতীন’-এর প্রথম লুক
কার্তিক আরিয়ানের শেষ সিনেমা ভুল ভুলাইয়া ২ বক্স অফিসে হিট হয়েছে। চলচ্চিত্রটি ১০০কোটি আয় অতিক্রম করেছে। ভক্ত এবং সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছে। আনিস বাজমি পরিচালিত, ছবিটিতে টাবু এবং কিয়ারা আদভানিও প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন।
আরও পড়ুন: শাশ্বত চট্টোপাধ্যায়ের নতুন চমক! অভিনেতা বাংলা, হিন্দির পরে পা রাখছেন তেলেগু সিনেমায়
প্রসঙ্গত, কার্তিক আরিয়ানকে পরবর্তীতে কিয়ারা আদভানির সঙ্গে 'সত্যপ্রেম কি কথা'তে দেখা যাবে। আলায় এফ-এর সঙ্গে তাঁর 'ফ্রেডি' এবং কৃতি স্যাননের সঙ্গে 'শেহজাদা' রয়েছে টাইমলাইনে।