বোঝা যায়, কফি ইউথ করণে দুই অভিনেত্রী কথা বলবেন তাঁদের পারিবারিক সম্পর্ক এবং কাজ নিয়েই। এই শো-এর একটা আইকনিক অংশ হল ‘র্যাপিড ফায়ার রাউন্ড’। সেই অংশেই, করণ করিনাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি দীপিকাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করেন কিনা! প্রতিক্রিয়ায় বেবো খানিকটা যেন রেগেই গেলেন!
করণ জিজ্ঞাসা করেছিলেন, ‘তুমি কি দীপিকা পাড়ুকোনকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করো?’ সইফের বেগম বলে বসেন, ‘আমার মনে হয় এই প্রশ্নটা আলিয়ার জন্য, আমার জন্য নয়।’ হাসি ফুটে ওঠে আলিয়ার মুখে। করণও ছাড়ার পাত্র নন, ব্যঙ্গ করে তিনি বলেন, ‘পথে এসো।’
advertisement
অন্য একটি প্রোমোতে দেখা গিয়েছে করিনা এবং আলিয়া পরস্পরের সঙ্গে লড়ছেন। কে কার বৌদি, কে ননদ তাই নিয়ে যেন একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। আসলে আলিয়ার স্বামী রণবীর কাপুর এবং করিনা খুড়তুতো-জেঠতুতো ভাই-বোন। সেই সূত্রে আলিয়া হলেন করিনার ভাইয়ের বৌ। প্রোমোতে দেখা যায় করিনা তাঁর নিজস্ব ভঙ্গিতে বলেন, ‘আমি কারও বৌদি নই।’
করণ ক্যাপশন-সহ প্রোমোটি শেয়ার করে বলেছেন, ‘এর চেয়ে বেশি আকর্ষণীয় এবং উত্তেজক আর কিছু হতে পারে না!!! দেখুন #KoffeeWithKaran-এর নতুন এপিসোডে করিনা কাপুর খান এবং আলিয়া ভাট-কে, আগামী ১৬ নভেম্বর।’
আরও পড়ুন : ভাইয়ের মঙ্গলকামনা করেন তো? তাহলে ভ্রাতৃদ্বিতীয়ায় এই ভুলগুলি করবেন না
এর আগে কফি উইথ করণ সিজন ৮-এর একটি পর্বে করণ স্মৃতিচারণ করতে গিয়ে তুলেছিলেন করিনা কাপুরের প্রসঙ্গ। সেদিন তাঁর অতিথি হয়ে এসেছিলেন সারা আলি খান এবং অনন্যা পাণ্ডে। করণ জানান, ‘কাল হো না হো’ করার জন্য করিনা এত বেশি টাকা চেয়েছিলেন যে তাঁর সঙ্গে মনোমালিন্য হয়। শেষ পর্যন্ত ওই ছবিতে সই করেন প্রীতি জিন্টা। সারা-অনন্যার সামনেই করণ সেদিন বলেছিলেন ওই ঘটনার পর পুরো দেড় বছর তাঁরা পরস্পরের সঙ্গে কথা বলেননি।
তবে সেই বরফ গলে এক শোকাবহ সময়ে। করণের পিতৃবিয়োগের পর তাঁর পাশে এসে দাঁড়ান করিনা। প্রযোজক যশ জোহরের মৃত্যুই তাঁদের সম্পর্ক জোড়া লাগাতে সাহায্য করে বলে স্বীকার করেছেন করণ।