বিবৃতিতে বলা হয়েছে,” বর্তমানে ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। কিন্তু ছবির প্রযোজক, পরিচালক এবং সঙ্গীত পরিচালক হিসেবে আমরা সবাইকে জানাতে চাই, নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরেই গানের সুরে বদল আনা হয়েছে এবং তা সর্বোতভাবেই শিল্পের খাতিরে করা।” একই সঙ্গে জানানো হয়, নজরুলের নাতি কাজী অনির্বাণ ও পুত্রবধূ কল্যাণী কাজীর থেকে যাবতীয় নিয়ম মেনে এই গানের স্বত্ব নেওয়া হয়েছিল। পাশাপাশি, প্রযোজনা সংস্থা জানায়, ”নজরুল ইসলাম এবং তাঁর সৃষ্টির প্রতি আমাদের মনে গভীর শ্রদ্ধা রয়েছে। এই অ্যালবামটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ হওয়া হাজার হাজার মানুষের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।”
advertisement
সব শেষে বিবৃতিতে লেখা হয়েছে, ”আমরা মূল গানটি ঘিরে শ্রোতাদের আবেগকে সম্মান করি। শিল্প যে হেতু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল, সেখানে আমাদের সৃষ্টি যদি কারও আবেগে আঘাত করে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”