শো-এর সর্বশেষ সিজন সম্পর্কে করণ বলেছেন, “কফি উইথ করণের ইতিহাসে, এই সিজনের র্যাপিড ফায়ার ছিল সবচেয়ে একঘেয়ে। নিজেই ভাবছিলাম, কেন করছি এটা? আপনি আমাকে প্রশ্ন করছেন না। আমার মনে হচ্ছিল, হ্যাম্পার আমিই বাড়ি নিয়ে যাব, কারণ কেউই ওটা পাওয়ার যোগ্য নয়।”
আরও পড়ুন: দেশের সবচেয়ে দামি স্কুল কোনগুলি জানেন? সেখানে পড়ানোর খরচ শুনলে আঁতকে উঠবেন!
advertisement
করণের কথায়, “আসুন ‘কফি উইথ করণ’-এর জগৎটা বদলে ফেলি। সিজন ৯-কে সবচেয়ে মজার সিজন হিসেবে আপনাদের সামনে নিয়ে আসা যাক। আড্ডায় অকপট উত্তর দিতে বাধ্য হবেন তারকারা। সেলিব্রিটিরা আজকাল কথা বলতে ভয় পান। আগের মতো মন খুলে কথা বলতে পারেন না।’’
কফি উইথ করণের শেষতম সিজনেও কম বিতর্ক হয়েছিল। প্রথম এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। তাঁরা তাঁদের বিয়ে নিয়ে কথা বলায় প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন। এছাড়া অতিথি হিসেবে দেখা গিয়েছিল শর্মিলা ঠাকুর-সইফ আলি খান, খুশি কাপুর-জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে-সারা আলি খান, নীতু কাপুর-জিনাত আমান, আলিয়া ভাট-করিনা কাপুর খান, আদিত্য রায় কাপুর-সিদ্ধার্থ মালহোত্রার মতো তারকাদের।
