ওই এপিসোডে কপিল শর্মা বাচ্চাদের নিয়ে ঠাট্টা করেছিলেন। আসলে তাদের নিয়ে ঠাট্টা করেছিলেন, যারা একটা ক্রিকেট ম্যাচ দেখার জন্য ভোর ৪টেয় উঠে বসে থাকেন। এই পরিপ্রেক্ষিতে কমেডি-কিং বলেন, “ক্রিকেট ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ভোর ৪টের সময়। আর তারপর মা-বাবার কাবাডি দেখে ঘুমিয়ে পড়ে।”
advertisement
কপিল শর্মার এই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এটা নিয়ে প্রতিক্রিয়া জানাতে থাকেন। কেউ কেউ আবার বলেই দিয়েছেন যে, কপিলের এহেন মন্তব্য অত্যন্ত হতাশাজনক। তবে অনেকে আবার কমেডি কিংয়ের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের দাবি, কপিল এই মন্তব্য নোংরা ভাবে ব্যবহার করতে চাননি। রেডিটে এক ব্যবহারকারী বলেন যে, “কপিল খুবই বুদ্ধিমান এবং স্মার্ট। কাবাডির অর্থ হল – মা-বাবার মধ্যে ঝগড়া। কপিল শুধু ঠাট্টা করেছেন। আর দর্শকরা কীভাবে সেটা নিচ্ছেন, সেটা তাঁদের উপরেই ছেড়ে দিয়েছেন। আর অন্যদিকে নিজে কুল সাজার জন্য রণবীর ড্যাঙ্ক কমেডির আড়ালে একটি খারাপ কৌতুককে বড় করে তুলেছেন, মন্তব্য করেছেন এবং তুলে ধরেছেন।”
‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ সাম্প্রতিক মন্তব্যের জেরে তীব্র জনরোষের মুখে পড়েছেন রণবীর এলাহাবাদিয়া। বিয়ারবাইসেপস নামে পরিচিত রণবীর ওই শোয়ের সাম্প্রতিক এক এপিসোডে প্রতিযোগীদের শরীরে অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে ভুলভাল প্রশ্ন করেছিলেন। এখানেই শেষ নয়, ২ কোটি টাকার বিনিময়ে আপত্তিকর কাজের প্রস্তাবও রেখেছিলেন।
আর রণবীর মন্তব্য করেছিলেন যে, “সারা জীবন ধরে রোজ কি আপনি আপনার মা-বাবার যৌন মিলন দেখতে পারবেন, না কি একবার তাতে যোগ দিয়ে চিরতরে তা বন্ধ করে দেবেন?” এহেন আপত্তিকর মন্তব্যের জেরে বহু মানুষ হতবাক হয়ে যান। ভাইরাল ওই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় চর্চা। রাজনৈতিক নেতা থেকে শুরু করে ফিল্মি ব্যক্তিত্ব সকলেই রণবীরের বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছেন। এমনকী রণবীর এলাহাবাদিয়া, সময় রায়না, আশিস চঞ্চলানি, জসপ্রীত সিং এবং অপূর্বা মখিজার বিরুদ্ধে পুলিশি অভিযোগও দায়ের হয়েছে।