TRENDING:

Kapil Sharma: রণবীরকে নিয়ে বিতর্কের মাঝেই ফের ভাইরাল কপিল শর্মার ভিডিও, কী এমন বললেন কমেডি কিং? চমকে যাবেন শুনলে

Last Updated:

Kapil Sharma: ‘কমেডি নাইটস উইথ কপিল শো’-এর সময়কার সেই ঠাট্টামূলক মন্তব্য নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। আসলে অভিনেতা-কমেডিয়ান মন্তব্য করেছিলেন যে, ভারতীয়রা দুটি জিনিসই ভালবাসেন – ক্রিকেট এবং ফিল্ম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সম্প্রতি ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ে মারাত্মক আপত্তিকর মন্তব্য করেছেন রণবীর এলাহাবাদিয়া তথা বিয়ারবাইসেপস। যার জেরে তুমুল বিতর্কে উত্তাল হয়েছে গোটা দেশ। তীব্র জনরোষের মুখে পড়েছেন তিনি। এদিকে এরই মাঝে কমেডি কিং কপিল শর্মার একটি পুরনো মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যার জেরে হতবাক হয়েছেন নেটিজেনরা। ‘কমেডি নাইটস উইথ কপিল শো’-এর সময়কার সেই ঠাট্টামূলক মন্তব্য নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। আসলে অভিনেতা-কমেডিয়ান মন্তব্য করেছিলেন যে, ভারতীয়রা দুটি জিনিসই ভালবাসেন – ক্রিকেট এবং ফিল্ম।
News18
News18
advertisement

ওই এপিসোডে কপিল শর্মা বাচ্চাদের নিয়ে ঠাট্টা করেছিলেন। আসলে তাদের নিয়ে ঠাট্টা করেছিলেন, যারা একটা ক্রিকেট ম্যাচ দেখার জন্য ভোর ৪টেয় উঠে বসে থাকেন। এই পরিপ্রেক্ষিতে কমেডি-কিং বলেন, “ক্রিকেট ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ভোর ৪টের সময়। আর তারপর মা-বাবার কাবাডি দেখে ঘুমিয়ে পড়ে।”

আরও পড়ুন-যৌনদৃশ্যে উদ্দাম রোম্যান্স! ঠোঁটঠাসা চুম্বনে রক্তারক্তি কাণ্ড…! মাধুরীর সঙ্গে যা করেছিল এই অভিনেতা, জানলে শিউরে উঠবেন

advertisement

কপিল শর্মার এই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এটা নিয়ে প্রতিক্রিয়া জানাতে থাকেন। কেউ কেউ আবার বলেই দিয়েছেন যে, কপিলের এহেন মন্তব্য অত্যন্ত হতাশাজনক। তবে অনেকে আবার কমেডি কিংয়ের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের দাবি, কপিল এই মন্তব্য নোংরা ভাবে ব্যবহার করতে চাননি। রেডিটে এক ব্যবহারকারী বলেন যে, “কপিল খুবই বুদ্ধিমান এবং স্মার্ট। কাবাডির অর্থ হল – মা-বাবার মধ্যে ঝগড়া। কপিল শুধু ঠাট্টা করেছেন। আর দর্শকরা কীভাবে সেটা নিচ্ছেন, সেটা তাঁদের উপরেই ছেড়ে দিয়েছেন। আর অন্যদিকে নিজে কুল সাজার জন্য রণবীর ড্যাঙ্ক কমেডির আড়ালে একটি খারাপ কৌতুককে বড় করে তুলেছেন, মন্তব্য করেছেন এবং তুলে ধরেছেন।”

advertisement

আরও পড়ুন-এবার আরও ভয়ঙ্কর…! কয়েকশো গুণ শক্তি বাড়ছে সূর্যের, বুধের দুর্লভ সংযোগে ৪ রাশি ‘মালামাল’ অঢেল টাকার ফোয়ারা, লটারি লাগবে কাদের?

‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ সাম্প্রতিক মন্তব্যের জেরে তীব্র জনরোষের মুখে পড়েছেন রণবীর এলাহাবাদিয়া। বিয়ারবাইসেপস নামে পরিচিত রণবীর ওই শোয়ের সাম্প্রতিক এক এপিসোডে প্রতিযোগীদের শরীরে অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে ভুলভাল প্রশ্ন করেছিলেন। এখানেই শেষ নয়, ২ কোটি টাকার বিনিময়ে আপত্তিকর কাজের প্রস্তাবও রেখেছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আর রণবীর মন্তব্য করেছিলেন যে, “সারা জীবন ধরে রোজ কি আপনি আপনার মা-বাবার যৌন মিলন দেখতে পারবেন, না কি একবার তাতে যোগ দিয়ে চিরতরে তা বন্ধ করে দেবেন?” এহেন আপত্তিকর মন্তব্যের জেরে বহু মানুষ হতবাক হয়ে যান। ভাইরাল ওই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় চর্চা। রাজনৈতিক নেতা থেকে শুরু করে ফিল্মি ব্যক্তিত্ব সকলেই রণবীরের বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছেন। এমনকী রণবীর এলাহাবাদিয়া, সময় রায়না, আশিস চঞ্চলানি, জসপ্রীত সিং এবং অপূর্বা মখিজার বিরুদ্ধে পুলিশি অভিযোগও দায়ের হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kapil Sharma: রণবীরকে নিয়ে বিতর্কের মাঝেই ফের ভাইরাল কপিল শর্মার ভিডিও, কী এমন বললেন কমেডি কিং? চমকে যাবেন শুনলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল