TRENDING:

সত্যিই দ্বিতীয়বার বাবা হচ্ছেন তো কপিল শর্মা ! কি বলছে তাঁর পরিবার ?

Last Updated:

শোনা যাচ্ছে যে আগামী বছরের জানুয়ারি মাসেই সন্তানের জন্ম দেবেন গিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: খুব বেশি দিন আগের কথা তো আর নয়! হিসেব কষে স্পষ্ট দেখা যাচ্ছে যে ২০১৯ সালের ঘটনা। ওই বছরেরই ডিসেম্বর মাসে দেশের সেরা স্ট্যান্ড-আর কমেডিয়ান কমেডিয়ান কপিল শর্মা আর তাঁর গিন্নি গিনি ছটরথের সংসার আলো করে জন্ম নিয়েছিল এক কন্যাসন্তান। স্বাভাবিক ভাবে অত্যন্ত আহ্লাদিত দম্পতি মেয়ের নাম রেখেছিলেন আনায়রা।
advertisement

তা, এখন খবর বলছে যে, আনায়রা শর্মার, যতই তার বয়স ১ বছরের কাছাকাছি হোক না কেন, এর মধ্যেই পদোন্নতি ঘটেছে। খবর যদি সত্যি হয়, তা হলে এই খুদে এ বার দিদি হতে চলেছে। অর্থাৎ দ্বিতীয় সন্তান আসতে চলেছে গিনি আর কপিলের পরিবারে।

এ জায়গায় এসে একটা কথা না বললেই নয়। করিনা কাপুর খান আর সইফ আলি খান যেমন নিজেরাই সোস্যাল মিডিয়া মারফত সবাইকে তাঁদের দ্বিতীয়বার সন্তান সম্ভাবনার কথা জানিয়েছিলেন, গিনি আর কপিল কিন্তু তা করেননি! এমনকি, কোনও অনুষ্ঠানের ছবি বা ভিডিওতে গিনির বেবি বাম্পও চোখে পড়েনি!

advertisement

তা বলে বলিউডের বাতাসে এ রকম একটা খবর ছড়িয়ে পড়ল কী করে?

পুরোটাই আদতে জল্পনা! তবে তার তিনটি ভিত্তি রয়েছে। সেগুলো উদ্ঘাটিত করা যাক বরং এক এক করে!

বলিউডের দাবি- এই যে দেশের বাড়ি থেকে কপিলের মা ছেলের কাছে চলে এসেছেন, তা না কি শুধুই দিওয়ালি উদযাপন উপলক্ষ্যে নয়। শোনা যাচ্ছে যে আগামী বছরের জানুয়ারি মাসেই সন্তানের জন্ম দেবেন গিনি। তাই অন্তঃসত্ত্বা পুত্রবধূর দেখভালের জন্যই তিনি আপাতত এসে উঠেছেন মুম্বইয়ের ফ্ল্যাটে।

advertisement

এ বার দ্বিতীয় জল্পনার দ্বিতীয় ভিত্তির পালা। গিনি বা কপিল কাউকেই কিছু জানাননি। কিন্তু দিওয়ালি উদযাপনের ছবিতে গিনিকে দেখা যাচ্ছে চেয়ারের পিছনে দাঁড়িয়ে থাকতে! কিন্তু কেন? এখনই বেবি বাম্প কাউকে দেখাতে চাইছেন না এই দম্পতি? এই ঘটনা বলিউডের সন্দেহ বাড়িয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জল্পনার তৃতীয় সূত্র হল দিওয়ালির আগে অমৃতসরের স্বর্ণমন্দিরে কপিলের পুজো দিতে যাওয়া। বলিউড নিশ্চিত- আগত সন্তানের মঙ্গল কামনা করতেই সেখানে গিয়েছিলেন কপিল! তবে সব জ্বল্পনায় জল ঢেলেছেন কপিলের পরিবার। সত্যিই বাবা হচ্ছেন তিনি। এ খবর তাঁর পরিবার সূত্রেই জানা গিয়েছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
সত্যিই দ্বিতীয়বার বাবা হচ্ছেন তো কপিল শর্মা ! কি বলছে তাঁর পরিবার ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল