তামিল ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় মুখ। তার পরেও বহুদিন ধরে কাজ পাচ্ছিলেন না মোহন। রাস্তায় রাস্তায় ভিক্ষে করে পেট চালাতে হচ্ছিল তাঁকে। ১০ বছর আগে স্ত্রীর মৃত্যু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সেই থেকে ভিক্ষে করে দিন গুজরান মোহনের।
১৯৮৯ সালের ‘অপূর্ব সাগোধারারগাল’ ছবিতে নায়ক কমল হাসানের প্রিয় বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন মোহন। এছাড়া ‘আধিসায়া মাথারগাল’, ‘বালাস নান কাদাভুল’-এর মতো ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তামিল ইন্ডাস্ট্রির দর্শকের মন থেকে কখনওই মুছে যাননি মোহন।
advertisement
আরও পড়ুন: বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশন! অমৃতের ছোঁয়ায় যেন চেনা দায়, কী কী পরিবর্তন জেনে নিন
এর পরই কাজ না পেয়ে পেয়ে তিরুপারানকুন্দ্রমে নিজের গ্রামে ফিরে যান মোহন। সেখানেই ভিক্ষে করে পেট চালাতে শুরু করেন। তারপর গত ৩১ জুলাই স্থানীয়রা তাঁরে রাস্তায় মৃত অবস্থায় খুঁজে পান। তাঁর চেহারারা এতই করুণ দশা ছিল যে উদ্ধারের পর তাঁকে চেনা যায়নি প্রথমে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।