আবার সেই বিয়েতে মত ছিল না কাজলের বাবার। কারণ অজয় দেবগনকে পছন্দ ছিল না কাজলের বাবার। চার বছর মেয়ের সঙ্গে কথা বলেননি তিনি। তারপর যদিও সব ঠিক হয়েছে। ঠিক ১৮ বছর আগে আজকের দিনে প্রথম সন্তানের জন্ম দেন কাজল। জন্ম হয় মেয়ে নাইসার। এখন তাঁর বয়স ১৮। মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন কাজল। তিনি নিজের ইনস্টাগ্রামে নাইসার সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখলেন, " তুমি জান, যখন তুমি জন্মেছিলে আমি সব থেকে বেশি আতঙ্কে ছিলাম। ভয় পেয়েছিলাম। সেই নার্ভাসনেস আর ভয় আমায় এক বছর তাড়া করেছিল। যা খুব আনন্দের। আবার ভয়েরও ছিল মার কাছে। কি ভাবে বড় করবো , কি শেখাবো তোমায় , আমায় ভাবাত। সেই দিনের থেকে বেশি উত্তেজনা আমার আর কখনও হয়নি। তারপর তোমার দশ বছর বয়স হল। আমি বুঝলাম আমি তোমার যতটা শিক্ষক ছিলাম, তার থেকে অনেক বেশি আমি তোমার কাছ থেকে শিখেছি। আজ তোমার সঙ্গে আমি উড়ে যেতে পারি। তুমি আমার পৃথিবী। এখন তুমি এডাল্ট। আমি জানি তোমার কাছে সততার অস্ত্র আছে, সে গুলোকে কাজে লাগিয়ে এগিয়ে যাও জীবনে।" এই পোস্ট দেখা মাত্রই মাধুরী দিক্ষিত কমনে্ট করেন। আরও অনেক বলি সেলেবরা নাইসাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন।
advertisement
মেয়ের জন্মদিনে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান অজয় দেবগনও। তাঁদের মেয়ে যে বড় আদরের তা তাঁরা বোঝালেন আরও একবার। প্রসঙ্গত, মেয়ের পড়াশুনোর জন্য কাজল বেশির ভাগ সময় বিদেশে মেয়ের সঙ্গেই থাকেন। এক মুহূর্তও চোখ ছাড়া করেন না আদরের কন্যাকে।