TRENDING:

Netflix New Movie Release: কবে মুক্তি পাচ্ছে কাজল, কৃতী অভিনীত ‘দো পাত্তি’? ঘোষণা হল দিনক্ষণ

Last Updated:

ছবি মুক্তির আনুষ্ঠানিক দিন ঘোষণা অনুষ্ঠানে কিছু ভিডিও ক্লিপিংস দেখানো হয়। সেই প্রমোশনাল ভিডিওতে কাজলকে ডেয়ার ডেভিল পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে। কৃতী স্যাননকে জিজ্ঞাসাবাদ করছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে কাজল ও কৃতী স্যানন অভিনীত ‘দো পাত্তি’। ছবিতে প্রথমবার পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে কাজলকে। লেটেস্ট ভিডিও দেখে ফিল্ম সমালোচকরা বলছেন, ‘দো পাত্তি’ জমজমাট থ্রিলার মুভি হতে চলেছে।
কবে মুক্তি পাচ্ছে কাজল, কৃতী অভিনীত ‘দো পাত্তি’?
কবে মুক্তি পাচ্ছে কাজল, কৃতী অভিনীত ‘দো পাত্তি’?
advertisement

ছবি মুক্তির আনুষ্ঠানিক দিন ঘোষণা অনুষ্ঠানে কিছু ভিডিও ক্লিপিংস দেখানো হয়। সেই প্রমোশনাল ভিডিওতে কাজলকে ডেয়ার ডেভিল পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে। কৃতী স্যাননকে জিজ্ঞাসাবাদ করছেন তিনি।

আরও পড়ুনঃ তুমুল হিট নায়িকার একই সময়ে ২ নামী নায়কের সঙ্গে মাখোমাখো প্রেম! শেষে ডাক্তারকে বিয়ে

advertisement

ছবিতে কৃতীর ডবল রোল। যমজ বোনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি এই ছবির প্রযোজনা করেছেন কৃতী। অনস্ক্রিন এবং অফস্ক্রিন, দু’জায়গাতেই দ্বৈত ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। ‘দো পাত্তি’-এর হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করছেন শাহির শেখ। প্রেমিক ধ্রুব সুদের চরিত্রে দেখা যাবে তাঁকে। প্রেমের নামে এক বিপজ্জনক খেলায় নেমেছেন তিনি।

কৃতী স্যাননের ব্লু বাটারফ্লাই ফিল্মসের পাশাপাশি ছবির-সহ প্রযোজক কণিকা ধিলোনের কথা পিকচার্স। ছবির পরিচালনায় নবাগত শশাঙ্ক চতুর্বেদী। কাহিনী বুনেছেন কণিকা ধিলোন নিজেই। তারকা খচিত এই ছবিতে যমজ বোনের রহস্য ফাঁস করবেন দৃঢ়প্রতিজ্ঞ এক পুলিশ অফিসার। এর সঙ্গেই হবে খুনের মামলার সত্য উদ্ঘাটন।

advertisement

উত্তরাখণ্ডের এক কাল্পনিক শহর দেবীপুর থেকে শুরু হচ্ছে কাহিনি। কুয়াশাছন্ন প্রকৃতির মতোই ছবির পরতে থাকছে রহস্যের জট। প্রেম, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ এবং নাটকীয় উত্থান-পতনে মোড়া প্রতিটি দৃশ্য। ঠিক-ভুলের রেখা সেখানে সরু সুতোর মতো ঝুলছে। সেখানেই আইনের শাসন কায়েম করবেন এক অসম সাহসী পুলিশ অফিসার। মিলবে ন্যায়বিচার। আপাতদৃষ্টিতে ঝলমলে শহরের নীচে জমে থাকা গাঢ় অন্ধকারের গল্প বলবে ‘দো পাত্তি’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অশান্ত বাংলাদেশ! ভোল বদলে গেল মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের চেহেরা
আরও দেখুন

ইনস্টাগ্রামে কাজল ও কৃতীর ছবি পোস্ট করে কণিকা ধিলোন লিখেছেন, “দো পাত্তি’-এর মুক্তির দিন ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত। ৩ জন শক্তিশালী, প্রতিভাবান, অনুপ্রেরণাদায়ী মহিলার গল্প বলার জন্য নেটফ্লিক্সের চেয়ে ভাল প্ল্যাটফর্ম আর কি হতে পারে! ৮ বছর পর আবার কাজলের সঙ্গে কাজ করব। উফ, এর থেকে রোমাঞ্চকর আর কিছু হয় না।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Netflix New Movie Release: কবে মুক্তি পাচ্ছে কাজল, কৃতী অভিনীত ‘দো পাত্তি’? ঘোষণা হল দিনক্ষণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল