কিন্তু করোনার ভয় তো পুরোপুরি কাটেনি মন থেকে। তারই প্রমাণ মিলল পাপারাৎজিদের ভিডিওয়ে। দেখা যাচ্ছে, দুর্গাপ্রতিমার সামনে দাঁড়িয়ে ছবি তোলার হিড়িক উঠেছে। সেখানেই পোজ দিচ্ছেন কাজল, রানি মুখোপাধ্যায়, জয়া বচ্চন, অয়ন মুখোপাধ্যায়, তানিশা মুখোপাধ্যায়, তনুজাদের।
আরও পড়ুন: মুম্বইয়ে মুখোপাধ্যায় বাড়িতে চাঁদের হাট, উপস্থিত রানি-কাজল-তনুজা-তানিশা
ছবি তোলার আগে কাজলের চোখে পড়েছে জয়া তাঁর মুখ থেকে সাদা মাস্ক সরাচ্ছেন না। অমনি আঙুল তুলে মজার ভঙ্গিতে ধমক দিয়ে উঠলেন অমিতাভ বচ্চন-পত্নীকে। কাজল বললেন, ''যা-ই বলো, মাস্ক খুলতে হবে।'' কাজলের ধমকে বাধ্য হয়ে হাসতে হাসতে মাস্ক খুললেন জয়া। কিন্তু ছবি তোলা শেষ হতেই সঙ্গে সঙ্গে মাস্ক পরে ফেললেন জয়া।
advertisement
ষষ্ঠী থেকেই বাড়ির তারকারা মণ্ডপে হাজির হয়েছিলেন বাঙালি সাজে। এবার ৭৫ বছরে পা দিল নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো সমিতির পুজো। সেখানেই অষ্টমীর ভোগ খেতে দেখা গেল বলিউডের তারকাদের।
আরও পড়ুন: নর্থ বম্বের দুর্গাপুজোয় গপ গপ করে পায়েস খেলেন রণবীর কাপুর, সঙ্গী রানি-কাজল-অয়ন-অনুরাগ! দেখুন
অমিতাভ-জয়া থেকে শুরু করে রণবীর কাপুর, আলিয়া ভাট, অনুরাগ বসু, মৌনী রায়, সুমনা চক্রবর্তী, তানিশা মুখোপাধ্যায়, রানি মুখোপাধ্যায়, তনুজা, দেবু মুখোপাধ্যায়, শ্রাবণী মুখোপাধ্যায়দের মতো তারকারা মায়ের দর্শন করতে আসেন পুজোর কটা দিন। বর্তমানে এই পুজোর আয়োজন হয় অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে।