TRENDING:

বিয়ের পর প্রথম কাজ, ফেব্রুয়ারিতেই ভূতের সিরিজ নিয়ে আসছেন কাজল আগরওয়াল

Last Updated:

আগামী ১২ তারিখ থেকে শুরু হচ্ছে তাঁর ওয়েব সিরিজ লাইভ টেলিকাস্ট (Live Telecast)। এই সিরিজের মাধ্যমেই OTT প্ল্যাটফর্মে পা রাখছেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর (Gautam Kitchlu) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউড-টলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল (Kajal Aggarwal)। বিয়ের আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, বিয়ের পরেও সমান ভাবেই কাজ চালিয়ে যাবেন। সে কথা রেখেই ফের কাজে ফিরলেন কাজল। আগামী ১২ তারিখ থেকে শুরু হচ্ছে তাঁর ওয়েব সিরিজ লাইভ টেলিকাস্ট (Live Telecast)। এই সিরিজের মাধ্যমেই OTT প্ল্যাটফর্মে পা রাখছেন তিনি।
advertisement

ব্যবসায়ী পরিবারে জন্ম কাজলের। বাবা বিনয় আগরওয়াল কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত। ২০০৪ সালে বলিউডে পা রাখেন অভিনেত্রী। পরে দক্ষিণের ছবিতে অভিনয় করা শুরু করেন। শুরু করেছিলেন তেলুগু ছবি ‘লক্ষ্মী কল্যাণম’ দিয়ে। তার পর আর পিছনে ফিরে তাকাননি। ১৬ বছরের কেরিয়ারে পঞ্চাশের বেশি তামিল, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন কাজল। ২০১১ সালে রোহিত শেট্টির সিংহম (Singham) সিরিজের প্রথম ছবিতে দিয়ে আবারও বলিউডে ফেরেন তিনি।

advertisement

নতুন সিরিজ নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন তিনি। সেই সংক্রান্ত একটি সাক্ষাৎকারেই নতুন কাজ নিয়ে বিশ্লেষণও করেছেন। বলেছেন, এই সিরিজে তাঁর চরিত্রের নাম জেনি, যিনি কর্মসূত্রে একজন পরিচালক এবং স্বাধীন চিন্তাধারার একজন মহিলা। তাঁর লক্ষ্য ছিল একটি সফল টিভি শো বানানোর। যার কাজ করতে গিয়েই একটি বাড়িতে আটকে পড়েন। সেখান থেকেই শুরু গল্প। গল্পের প্রেক্ষাপট অবশ্যই ভৌতিক গল্পের উপরে দাঁড়িয়ে।

advertisement

এই তামিল সিরিজটি সাতটি এপিসোডে ভাগ করা হয়েছে। পরিচালক ভেঙ্কট প্রভু (Venkat Prabhu)। এই সিরিজে কাজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বৈভব রেড্ডি (Vaibhav Reddy), কয়াল আনন্দি (Kayal Anandhi), প্রিায়ঙ্কা (Priyanka), সেলভা (Selva), ড্যানিয়েল অ্যানি পোপ (Daniel Annie Pope) ও সুব্বু পঞ্চু অরুণাচলম (Subbu Panchu Arunachalam)-কে।

কাজলের সঙ্গে সঙ্গেই এই সিরিজ দিয়েই OTT প্ল্যাটফর্মে পা রাখছেন তাঁর পরিচালক ভেঙ্কটও। তাঁর কথায়, '' লাইফ টেলিকাস্ট আমার স্বপ্নের প্রজেক্ট। এটাই আমি আমার প্রথম ছবি হিসেবে করতে চেয়েছিলাম। তবে, ছায়াছবি না হলেও এর মাধ্যমেই গল্প আপনাদের কাছে পৌঁছে দেব। এতে কাজ করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয় কারণ এর স্ক্রিপ্ট লেখা হয়ে গিয়েছিল সিনেমার জন্য। পরে তাকে পরিবর্তন করে সিরিজের জন্য লেখা হয়।''

advertisement

তিনি আরও বলেন, ''আমার মনে হয়, ভয়, রহস্য ও রোমাঞ্চ, এই তিন দিয়ে আমি গল্প বলার চেষ্টা করেছি। আশা করি দর্শক সিনেমাটি শেষ পর্যন্ত দেখতে চাইবেন এবং আগ্রহ পাবেন।''

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

লাইভ টেলিকাস্টের ১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে। দেখা যাবে Disney+ Hotstar VIP-তে ও প্রিমিয়ামে।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের পর প্রথম কাজ, ফেব্রুয়ারিতেই ভূতের সিরিজ নিয়ে আসছেন কাজল আগরওয়াল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল