গোলন্দাজ-এর পর ফের একবার পর্দায় জুটি বাঁধলেন দেব ও ইশা সাহা। পথিকৃত বসু এই ছবির পরিচালক। প্রযোজনায় দেব। এবার মুক্তি পেল এই ছবির গান। 'কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে'- এই গানে যেন বর্তমান সমাজের কথাই তুলে ধরা হয়েছে। প্রকাশিত গানের ভিডিওতে দেখা যাচ্ছে, পাড়ার রকে বসে আছেন প্রসেনজিৎ। আর গোটা গান জুড়ে জীবনের লড়াইয়ে ছুটে চলেছেন দেব। বাসে ঝুলে অফিস যাওয়া থেকে শুরু করে যেন জীবনের কঠিন লড়াইয়ের কথা বলা হচ্ছে এই গানে।
advertisement
'কাছের মানুষ' ছবির সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়। লোকগীতি 'টাকা লাগে' থেকে অনুপ্রাণিত এই গান। গানটি গেয়েছে শিশু শিল্পী প্রাঞ্জল বিশ্বাস। বাংলার এই খুদে শিল্পী ইতিমধ্যেই রিয়ালিটি শোতে বিখ্যাত। তার গান শেখার গল্পও বহু মানুষ জানেন। তবে এই গান যেন প্রাঞ্জলের জন্যই তৈরি হয়েছে। প্রাণবন্ত হয়ে উঠেছে এই গান। দেব তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই ভিডিও। ইতিমধ্যে বহু মানুষ দেখে ফেলেছেন। প্রশংসাও করেছেন অনেকেই। দেবের শেষ কয়েকটি ছবিই খুব জনপ্রিয় হয়েছে। আশা করা যায় 'কাছের মানুষ' ফের জয় করবে মানুষের মন।