ছবিতে দেখা যাচ্ছে মরণোত্তর দেহ দানের কাগজে সই করছেন তিনি। সেই পোস্টের তলায় অনুরাগীরা কুর্নিশ জানিয়েছেন 'গানওয়ালা'কে। গত জুন মাসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন কবীর সুমন (Kabir Suman)। শ্বাসকষ্ট ও গলা ব্যথা নিয়ে এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। তাঁর অসুস্থতার খবরে অনুরাগীদের মধ্যে প্রবল উদ্বেগ ছড়িয়েছিল। কিন্তু তাঁর করোনা (Corona) রিপোর্ট নেগেটিভ আসে। আস্বস্ত হন তাঁর ভক্তরা।
advertisement
হাসপাতালের পরিষেবাতেও খুশি হয়েছিলেন তিনি। হাসপাতাল থেকেই লাইভে এসে সেই কথা জানিয়েছিলেন শিল্পী (Kabir Suman)। ভূয়সী প্রশংসা করে তিনি বলেছিলেন, বাম জমানার হাসপাতাল অনেক পাল্টেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতে। চিকিৎসা পরিকাঠামোয় এসেছে আমূল পরিবর্তন। এমনকি স্পষ্ট এও বলেছিলেন, "সে সময় মানুষ সরকারি হাসপাতালে যেতে ভয় পেতেন। এখন মানুষ যেচে সরকারি হাসপাতালে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার যে কৃতিত্ব রাখছে তা অতুলনীয়। এর মূল্যায়ন সভ্য মানুষ কবে করবেন তা জানি না।এ রাজ্যের হাসপাতালগুলো সবচেয়ে যে বিষয়টিতে এগিয়ে তা হল মানবিক স্পর্শ। বাইরে দেশগুলোতে আন্তরিক ভাবে রোগীদের দেখাশোনা করলেও তার মধ্যে একটা পেশার আস্তরণ রয়েছে। কিন্তু এখানে রয়েছে একটা আত্মীয়তার জায়গা। এই পরিবর্তন আনতে পেরেছে পশ্চিমবঙ্গর সরকার।"
আরও পড়ুন- জলে ডুবে গিয়েছে লেক গার্ডেন্সের বাড়ি, অসুস্থ শাশুড়িকে নিয়ে উদ্বিগ্ন ঋতুপর্ণা.
চিকিৎসক ও নার্সদেরও কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি। তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। উল্লেখ্য, সম্প্রতি দেব-এর প্রযোজনা সংস্থার ছবি হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন কবীর সুমন। ছবিটি মুক্তি পাচ্ছে এই পুজোয়। এছাড়াও প্রায়ই ফেসবুক লাইভে এসে বাংলা খেয়াল গান নিয়ে ফলোয়ারদের সমৃদ্ধ করেন তিনি।
আরও পড়ুন- দুর্গা রূপে শুভশ্রী! মায়ের বিভিন্ন রূপে মিঠাই, অপু-সহ ছোটপর্দার নায়িকারা, দেখুন ছবিতে