জুন মাসের শেষের দিকে তিনি হঠাৎ অসুস্থ হন৷ শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে৷ সঙ্গে ছিল জ্বরও, গলা ব্যথা৷ দীর্ঘদিন তিনি হাঁপানির সমস্যায় ভুগছেন৷ তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে আপাতত তিনি সুস্থ৷ বাড়ি ফিরে গিয়েছেন৷ এবং তারপরই তিনি তাঁর জীবনী রেকর্ডিং-এর চিন্তা ভাবনা করেন৷
advertisement
মূলত একজন আধুনিক ও রবীন্দ্রসংগীত গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার ও সংসদ সদস্য কবীর সুমনের জীবনের বহু গল্প তিনি উল্লেখ করেছেন অনেক সময়৷ তবে এভাবে গুছিয়ে কখনও শোনা যায়নি৷ এবার সেইসব অজানা কথা জানতে পারবেন ভক্তরা৷ জানা যাবে সুমন চট্টোপাধ্যায় থেকে তাঁর কবীর সুমন হওয়ার গল্পটাও।
সব সময় চমক দিতে পছন্দ করেন সুমন৷ সে তাঁর গানের মাধ্যমে হোক বা তাঁর কর্মকাণ্ডে৷ সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু নিয়ে আফশোসও করেছেন তিনি৷ এবার এই সবকিছুই থেকে যাবে অনলাইনে রেকর্ড হয়ে, কবীর সুমনের 'বেজে ওঠা স্মৃতি'র মাধ্যমে৷