TRENDING:

Kabir Suman-Beje Otha Smriti: অনলাইনে স্মৃতিকথা কবীর সুমনের

Last Updated:

যার নাম দিয়েছেন বেজে ওঠা স্মৃতি (Kabir Suman Memories-Beje Otha Smriti)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কবীর সুমন (Kabir Sumar) শুধু সঙ্গীত শিল্পী নন, তিনি বাংলা সঙ্গীত জগতের এক দিকপাল৷ বাংলা সঙ্গীতে তিনি ঘটিয়েছেন পরিবর্তন৷ এবার গায়ক, গীতিকার, সুরকার কবীর সুমন তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে থাকা নানা গল্প তুলে ধরছেন ডিজিটাল মাধ্যমে৷ ফেসবুক ও ইউটিউবে তাঁর স্মৃতিকথা শোনাচ্ছেন কবীর সুমন৷ এক এক পর্বে এক একটি আখ্যান৷ এর আগে বিভিন্ন বিষয় নিয়ে তিনি বই লিখেছেন ঠিকই, তবে এভাবে নিজের আত্মজীবনী প্রকাশ করেননি৷ এবার সেই কাজটি তিনি করছেন অনলাইনে৷ সেখানে শোনা যাচ্ছে তাঁর ছেলেবেলার গল্প, গান শেখান গল্প৷ উঠে আসছে তাঁর পুরনো বাড়ির কথাও৷ যা বলতে গিয়ে আবেগ প্রবণ হচ্ছেন শিল্পী৷ তবে একবারে নয়, বিভিনি পর্বে বিভিন্ন স্মৃতিকথা শোনাচ্ছেন কবীর৷ যার নাম দিয়েছেন বেজে ওঠা স্মৃতি(Beje Otha Smriti)৷ ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় পর্ব হয়েছে গত ১১ ও ১৮ই অগাস্ট ৷ তবে এভাবে কতগুলি পর্ব তিনি শোনাবেন, তা এখনও স্পষ্ট নয়৷
advertisement

কবীর সুমন

জুন মাসের শেষের দিকে তিনি হঠাৎ অসুস্থ হন৷ শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে৷ সঙ্গে ছিল জ্বরও, গলা ব্যথা৷ দীর্ঘদিন তিনি হাঁপানির সমস্যায় ভুগছেন৷ তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে আপাতত তিনি সুস্থ৷ বাড়ি ফিরে গিয়েছেন৷ এবং তারপরই তিনি তাঁর জীবনী রেকর্ডিং-এর চিন্তা ভাবনা করেন৷

advertisement

মূলত একজন আধুনিক ও রবীন্দ্রসংগীত গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার ও সংসদ সদস্য কবীর সুমনের জীবনের বহু গল্প তিনি উল্লেখ করেছেন অনেক সময়৷ তবে এভাবে গুছিয়ে কখনও শোনা যায়নি৷ এবার সেইসব অজানা কথা জানতে পারবেন ভক্তরা৷ জানা যাবে সুমন চট্টোপাধ্যায় থেকে তাঁর কবীর সুমন হওয়ার গল্পটাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সব সময় চমক দিতে পছন্দ করেন সুমন৷ সে তাঁর গানের মাধ্যমে হোক বা তাঁর কর্মকাণ্ডে৷ সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু নিয়ে আফশোসও করেছেন তিনি৷ এবার এই সবকিছুই থেকে যাবে অনলাইনে রেকর্ড হয়ে, কবীর সুমনের 'বেজে ওঠা স্মৃতি'র মাধ্যমে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kabir Suman-Beje Otha Smriti: অনলাইনে স্মৃতিকথা কবীর সুমনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল