জয়া বচ্চনের কোলে এই খুদে শাহরুখকে দেখা যায় ছবিতে। জানেন এই ছোট্ট শাহরুখের চরিত্রে কে অভিনয় করেছিল? শাহরুখের ছেলেবেলার ভূমিকায় অভিনয়ের জন্য এই ছবিতে করণ বেছে নিয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খানকে। তখনও পাঁচের গণ্ডি পার করেনি আরিয়ান। এটাই ছিল তাঁর বলিউড অভিষেক। সেই কথা বলতে গিয়েই আবেগঘন হয়ে যান কাজল।
advertisement
আরও পড়ুন: চোখের নিচে ডার্ক সার্কেল কেন হয়? ৯৯% মানুষ ভুল জানেন, ডাক্তার জানালেন ৬টি আশ্চর্য কারণ
এই ছবিতে শাহরুখ খান, কাজল, অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ি, করিনা কাপুর ও হৃত্বিক রোশনকে দেখা গিয়েছিল। কুছ কুছ হোতা হ্যায়-র পর K3G-তে ফের হাত মেলান শাহরুখ-কাজল-করণ ত্রয়ী। সঙ্গে অমিতাভ-জয়া আর হৃতিক-করিনার উপস্থিতি। কাজল ইনস্টাগ্রামে এই ছবি নিয়ে নানা কথা শেয়ার করেন সম্প্রতি।
আরও পড়ুন: ৩১ ডিসেম্বরের মধ্যে গ্যাসের বায়োমেট্রিক না করালেই ভর্তুকি বন্ধ? জানুন আসল সত্য
কাজল আরও জানান, এই ছবির বিরাট স্টারকাস্টের কথা মাথায় রেখে মুম্বইয়ের ফিল্মিস্তান স্টুডিয়োতে স্থায়ী মেকআপ রুম তৈরি করিয়েছিলেন যশ অ্যাঙ্কেল (প্রযোজক যশ জোহর)। বিয়ের পর এই ছবির হাত ধরেই কামব্যাক করেছিলেন তিনি, একথাও লেখেন কাজল। সঙ্গে সর্তকবার্তা- ‘এটা সঠিক তথ্য নাও হতে পারে’। নায়িকার পোস্টে উপচে পড়ছে শাহরুখ-কাজল জুড়ির ভক্তদের আবেগ। সবার দাবি, ‘অনেক হয়েছে, এবার তোমারা ফেরো’।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F