তাঁদের বিবাহ-বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন শচিন ৷ একটি সংবাদ মাধ্যমকে তিনি জানান, বিবাহ-বিচ্ছেদ দুজনের সম্মতির ভিত্তিতে স্বচ্ছতা ও সম্মানের সঙ্গেই হয়েছে। এই সঙ্গে তিনি আরও জানান, একটা বিষয় নিয়ে তিনি বেশ আশাহত ৷ সে সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যজনকভাবেই জুহি এই বিচ্ছেদ নিয়ে জনসমক্ষে নিজের মতামত জানিয়েছে। তবে জুহি আমাকে কোনওদিনই ভালোবাসেনি। প্রথম থেকেই এটা একতরফা সম্পর্ক ছিল। তবে এটা খুব সত্যি কথা যে বিয়েতে ভালোবাসা থাকেনা, সেটা আঘাত পায়। আমি কোনওভাবেই জুহিকে আমায় ভালোবাসাতে পারলাম না।’’
advertisement
প্রসঙ্গত কিছুদিন আগে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুলেছিলেন জুহি পারমারও। তিনি বলেন, 'আমি বিয়ের আগে থেকেই শচিনকে চিনতাম। ও বলেছিল ও আমায় ভালোবাসে, আর আমরা তড়িঘড়ি বিয়ে করে ফেলি। সেসময় আমি ওর প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলাম, যার মূল কারণ ছিল শচিনের ভালোবাসা। আমি ভেবেছিলাম আমিও ওকে ভালোবেসে ফেলব। তবে আমি এখনও জানি না, যে এটাকে পুরোপুরি 'লাভ ম্যারেজ'-এর তকমা দেওয়া যায় কিনা? বিয়ের বেশ কয়েকবছর পরই আঘাতটা এল। আমার কাছে বিশ্বাস করা কষ্টকর ছিল যে এই বিয়েটা আর চালানো যাচ্ছে না। পরে আমি সিদ্ধান্ত নিই, এভাবে থাকার চেয়ে আলাদা থাকাই ভাল। সে সময় অভিনেত্রী আশকা গোরাদিয়া আমার পাশে দাঁড়িয়েছিল।’’