যেখানে একটি বিছানায় শুয়ে থাকতে দেখা যায় জিতুকে। নায়কের ঊর্ধাঙ্গে কোনও পোশাক নেই। একটি বিছানায় সাদা চাদরে জড়িয়ে রিল ভিডিও বানাচ্ছেন জিতু। রিলের নেপথ্যে একটি অডিও চালানো হল। যেখানে এক মহিলা প্রশ্ন করলেন, ‘‘বউকে ইংরেজিতে কী বলা হয়?’’ পুরুষের গলায় চট করে উত্তর শোনা যায়, ‘‘টেনশন।’’ সঙ্গে সঙ্গেই কথা ঘুরিয়ে পুরুষ বলে উঠলেন, ‘‘টেনশন কেন নিচ্ছ তুমি, বলছি তো আমি। ওয়াইফকে ইংরেজিতে বলে বউ।’’ মজার ছলে করা এই রিলের কারণে চারদিকে ভ্রুকুটি।
জিতু কি তবে স্ত্রী নবনীতাকেই খোঁটা দেওয়ার জন্য এমন রিল বানালেন? কারও প্রশ্ন, রিলে মজার মোড়কে নবনীতাকে ‘টেনশন’ বলে নিন্দা করলেন জিতু? নাকি একেবারেই নিছক হাসির রোল তুলতেই ভক্তদের মন ভাল করার জন্য এই ভিডিও বানিয়েছেন জিতু?
আরও পড়ুন: আজ সন্ধ্যায় চাঁদে অবতরণ চন্দ্রযান ৩-র, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে ভারত তথা গোটা বিশ্ব
মাঝেমধ্যেই জিতুর পোস্ট ভক্তদের নজরে আসে। যেখানে প্রেম, মন খারাপ, বিচ্ছেদ ইত্যাদি নিয়ে নানা বক্তব্য রাখেন অভিনেতা। আর সন্দহ জাগে, সে সব কথাই কি স্ত্রীকে উদ্দেশ্য করেই বলা?