এই ছবির মাধ্যমেই অভিনয় দুনিয়ায় পদার্পণ করছেন অমিতাভ-জয়ার কন্যা শ্বেতার পুত্র অগস্ত্য নন্দা। নাতিকে সঙ্গ দেওয়ার জন্য সপরিবার হাজির হয়েছিল অমিতাভ-জয়া। সেখানেই পাপারাৎজিদের উপর বিরক্ত হয়ে তাঁদের বকুনি দিতে দেখা গেল জয়াকে।
মঙ্গলবার জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, আরাধ্যা বচ্চন, শ্বেতা নন্দা এবং নভ্যা নভেলি নন্দা। রেড কার্পেটে ক্যামেরাবন্দি হল গোটা বচ্চন পরিবার। সেখানেই ভাঙনের জল্পনার অবসান ঘটালেন অভিষেক-ঐশ্বর্য। তবে এহেন পারিবারিক মুহূর্তে ফের মেজাজ হারালেন অমিতাভ-জায়া। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক পাপারাৎজি বচ্চন পরিবারের সদস্যদের নাম ধরে চিৎকার করছেন। এহেন পরিস্থিতি দেখে মেজাজ হারিয়ে ফেলেন জয়া। তিনি সটান বলে দেন, “চিল্লাও মত (চিৎকার কোরো না)।” সঙ্গে সঙ্গেই অমিতাভও বলেন, “সুন লিয়া (শুনে নিয়েছেন তো)?” আর একটি ভিডিও-তে টিনা আম্বানির সঙ্গে ক্যামেরায় পোজ দিতে দেখা যায় জয়া বচ্চনকে। সেই সময়েও ফের মেজাজ হারালেন অভিনেত্রী। এক পাপারাৎজি জয়ার নাম ধরে চেঁচাতে থাকেন। মূলত বর্ষীয়ান অভিনেত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই এমনটা করেছিলেন ওই ছবি-শিকারি। সেখানেও কানে হাত দিয়ে বিরক্তি প্রকাশ করে ওই পাপারাৎজিকে এক ধমক দেন জয়া।
তবে এই প্রিমিয়ারের সবথেকে ভাল বিষয় হল, একসঙ্গে ধরা দিয়েছেন গোটা বচ্চন পরিবার। তবে জয়া বচ্চন ছাড়া পরিবারের বাকি সকলেই এই বিশেষ দিনের জন্য বেছে নিয়েছিলেন কালো আউটফিট। সকলে মিলে উৎসাহ দেন অগস্ত্যকে। এমনকী শ্বেতা-পুত্রর সঙ্গে দুষ্টু-মিষ্টি খুনসুটিতে মাততে দেখা গিয়েছে বচ্চন-বধূ ঐশ্বর্যকে।
প্রসঙ্গত জোয়া আখতার পরিচালিত ছবি ‘দ্য আর্চিস’ নেটফ্লিক্সে মুক্তি পাবে আগামী ৭ ডিসেম্বর। এই ছবিতে অগস্ত্যর পাশাপাশি দেখা যাবে শাহরুখ-কন্যা সুহানা খান এবং শ্রীদেবী-কন্যা খুশি কাপুরকে। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন মিহির আহুজা, বেদাঙ্গ রায়না এবং যুবরাজ মেন্ডা।