সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়মণি জানালেন, গানের জন্য যখন মহড়া চলছিল, প্রিয়মণিকে তাঁর পিছনে রাখা হয়েছিল। শাহরুখ বিশেষভাবে খেয়াল করেছিলেন যে অভিনেত্রী কোথায় ছিলেন। কিন্তু পুরো বিষয়টি মোটেই শাহরুখের পছন্দ হয়নি। পরিচালক আতলী এবং কোরিওগ্রাফার শোবি মাস্টারকে শাহরুখ জানান যে, ‘চেন্নাই এক্সপ্রেস’ থেকে প্রিয়মণি তাঁর ‘নৃত্যের শিক্ষক’। তাই সেই গানে প্রিয়মণির তাঁর পিছনে নয়, পাশে থাকা উচিত। যাতে তিনি নাচের স্টেপ ভুলে গেলে প্রিয়মণি তাঁকে মনে করিয়ে দিতে পারবেন।
advertisement
আরও পড়ুন: ‘এই জন্যই…’, পরোয়া না করেই সন্দীপ্তার রহস্য ফাঁস রূপাঞ্জনার! এ কী বলে ফেললেন
আরও পড়ুন: হাজার ঝক্কি! সুন্দর থাকতে শুধু একটি কাজ করছেন অন্তঃসত্ত্বা শুভশ্রী, সেটি কী
গানের শ্যুটের সময় প্রিয়মণির হাত ধরে তাঁকে শাহরুখ নিজের পাশে দাঁড় করান। পরিচালক এবং কোরিওগ্রাফারের উদ্দেশে শাহরুখ বলেন, “আমি চাই এই মেয়ে আমার পাশে দাঁড়াবে। কোরিওগ্রাফি কী তা নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি কিছুই পাই না. তিনি চেন্নাই এক্সপ্রেস থেকে আমার নাচের শিক্ষক। ভুল করলেও আমার কিছু যায় আসে না।”
সারা গান জুড়ে প্রিয়মণিকে নিজের পাশে রেখেছিলেন শাহরুখ। ‘চেন্নাই এক্সপ্রেস’ থেকে ‘জওয়ান’, তাঁদের বন্ধুত্ব এখনও অমলিন।