TRENDING:

মাথার ওপর উঠল পা ! জ্যাকলিনের ফিটনেস দেখলে হতবাক হবেন

Last Updated:

শুক্রবার মুক্তি পেতে চলেছে রেস থ্রি ৷ ‘কিক’-এর পর ফের সলমনের সঙ্গে জুটি বাঁধছেন জ্যাকলিন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শুক্রবার মুক্তি পেতে চলেছে রেস থ্রি ৷ ‘কিক’-এর পর ফের সলমনের সঙ্গে জুটি বাঁধছেন জ্যাকলিন ৷ ইতি মধ্যেই ছবির ট্রেলারে আলাদা করে নজর কেড়েছেন জ্যাকলিন ৷ এমনকী, শোনা গিয়েছে রেস থ্রি-তে নাকি জ্যাকলিন নায়িকা কম, খলনায়িকাই বেশি ৷
advertisement

তবে এখানে রইল জ্যাকলিনের ফিটনেস ফান্ডার গল্প ৷ নিজেকে ফিট রাখার জন্য অলটাইম কসরৎ করেন জ্যাকলিন ৷ এই বিদ্যে নাকি সলমনের কাছ থেকেই শিখেছেন জ্যাকলিন ৷ সলমন নাকি মাঝে মধ্যেই টিপস দিয়েছেন জ্যাকলিনকে ৷ আর সল্লুর কথাতেই নাকি অনুপ্রেরণা পেয়ে ফিটনেস নিয়ে একটু বেশিই ভাবেন জ্যাকলিন ৷

এর আগে পোল ডান্স করে ইন্টারনেটে ঝড় তুলেছিলেন জ্যাকলিন ৷ আর এবার নিজের জিম ইন্সট্রাকটারের সঙ্গে স্ট্রেচিংয়ের ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করে সবার নজরটা কেড়ে নিলেন জ্যাকলিন ৷ পোস্টে লিখলেন, ‘আমি ভাবতেই পারিনি, এভাবে আমি স্ট্রেচ করতে পারব ! আমার মেন্টার, আমার গুরুই আমাকে এটা করতে সাহায্য করেছে ৷’

advertisement

গুঞ্জন বলছে, এই ইনস্টাগ্রাম পোস্টের মধ্যে দিয়ে সলমনের কথাই বলেছেন জ্যাকলিন ৷ তবে এই ব্যাপারে জ্যাকলিন কোনও মন্তব্য করতে চাননি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Seriously had no idea I could split like that!! Here’s to great teachers, gurus, mentors who bring out the best in you and push you that extra bit harder only cuz they believe in you! @kuldeepshashi @lanaroxy @shaziasamji #actiontraining #race3 #5daystogo

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাথার ওপর উঠল পা ! জ্যাকলিনের ফিটনেস দেখলে হতবাক হবেন