TRENDING:

Jacqueline Fernandez : প্রতারক সুকেশ চন্দ্রশেখর উপহার পাঠাতেন ফুল ও চকোলেট, ‘শিকার’ জ্যাকলিনকে ইডি-র দীর্ঘ জেরায় চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) তথা আর্থিক প্রতারণাকাণ্ডে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরি বা ইডি-র জেরার মুখোমুখি হয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) তথা আর্থিক প্রতারণাকাণ্ডে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র জেরার মুখোমুখি হয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) ৷ সোমবার দিল্লিতে তাকে দীর্ঘ ক্ষণ জেরা করেছেন ইডি-র তদন্তকারী আধিকারিকরা ৷ এর পরই এই মামলায় উঠে আসছে চাঞ্চল্যকর আরও বেশ কিছু তথ্য ৷
advertisement

তদন্তকারী গোয়েন্দারা জানিয়েছেন, জালিয়াতির পান্ডা বলে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের একজন শিকার জ্যাকলিন ৷ তাঁর কাছে সুকেশের তরফে ফুল, চকোলেটের মতো উপহারও পৌঁছত ৷ জ্যাকলিনের মতো বলিউডের আরও অনেক নায়িকা সুকেশের প্রতারণার শিকার বলে জানা গিয়েছে ৷ দীর্ঘ দিন মুম্বইয়ে কাটিয়েছেন সুকেশ ৷ সে সময়ই বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয় মনে করা হচ্ছে ৷

advertisement

তদন্তে  গোয়েন্দারা জানতে পেরেছেন বি-টাউনের বহু কুশীলব, বিশেষত একাধিক  নায়িকার সঙ্গে সম্পর্ক ছিল সুকেশের ৷ এর আগেও তিনি যখন কারাবন্দি ছিলেন, তখন দু’জন নায়িকা গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছিলেন ৷ তাঁদের নাম এখনও প্রকাশ করা হয়নি ৷ এমনকি, জেল থেকেই স্পুফিং টেকনোলজিতে জ্যাকলিনের সঙ্গে কথা বলতেন সুকেশ ৷ এই সব কারণের জন্যই জ্যাকলিন এই মামলার অন্যতম শিকার তথা প্রত্যক্ষদর্শী ৷

advertisement

বর্তমানে তিহাড় জেলে বন্দি ৩২ বছর বয়সি সুকেশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আগেও উঠেছে ৷ তিনি প্রথম গ্রেফতার হন ১৭ বছর বয়সে ৷ এর পর গত দেড় দশকে একাধিক বার বিভিন্ন কারণে গ্রেফতার করা হয়েছে তাঁকে ৷

চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে সুকেশের প্রাসাদোপম বাড়ি থেকে ইতিমধ্যেই আটক করা হয়েছে ৮২.৫ লক্ষ নগদ টাকা এবং অন্তত ১৬টি বিলাসবহুল গাড়ি ৷ সেগুলির মধ্যে আছে বিএমডব্লু, পোর্শে, রোলস রয়েস, বেন্টলে-এর মতো দুর্মূল্য গাড়িও ৷ এমনকি, সুকেশ এমন কিছু গাড়িরও মালিক, যেগুলি ভারতে একটিই আছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গোয়েন্দাদের দাবি, কয়েকশো কোটি টাকার তোলাচক্র এবং প্রতারণার প্রধান মুখ সুকেশ কত জনকে প্রতারিত করেছেন, তার কোনও হিসেব নেই ৷ অভিযোগ, তাঁর কাছে অগণিত প্রতারিতদের মধ্যে একজন জ্যাকলিন ফার্নান্ডেজ ৷ শ্রীলঙ্কার এই ভূমিকন্যা গত ১২ বছর ধরে বলিউডে মডেলিং তথা অভিনয় করছেন ৷ তাঁর প্রথম হিন্দি ছবি ‘আলাদিন’ মুক্তি পেয়েছিল ২০০৯ সালে ৷ আগামীতে ‘রাম সেতু’, ‘বচ্চন পান্ডে’, ‘কিক টু’, ‘ভূত পুলিশ’, ‘সার্কাস’-সহ জ্যাকলিনের একাধিক ছবি রয়েছে মুক্তির অপেক্ষায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jacqueline Fernandez : প্রতারক সুকেশ চন্দ্রশেখর উপহার পাঠাতেন ফুল ও চকোলেট, ‘শিকার’ জ্যাকলিনকে ইডি-র দীর্ঘ জেরায় চাঞ্চল্যকর তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল