TRENDING:

Bollywood: এ কী কাণ্ড! ভক্তকে সপাটে চাঁটি মারলেন জ্যাকি শ্রফ, তোলপাড় নেটপাড়া

Last Updated:

ছোট্ট ভিডিওয় দেখা যাচ্ছে, মুম্বইয়ের কোনও একটা জায়গা। জ্যাকির পরনে কালো টি শার্ট, প্রিন্টেড ট্রাউজার্স। কাঁধে ঝোলা ব্যাগ। আড়াআড়িভাবে নেওয়া। হাতে দুটো টব। এক ভক্তের সঙ্গে ছবি তোলার সময়, মাথায় হালকা করে চাঁটি মারেন জ্যাকি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জ্যাকি শ্রফ মানে প্রাণবন্ত এক অভিনেতা। সে পর্দায় হোক কিংবা পর্দার বাইরে। উচ্ছ্বলতা তাঁর চিরসঙ্গী। পাপারাৎজিদের ক্যামেরার সামনেও একই রকম। সেই স্টাইল, মজাদার বাচনভঙ্গী। ইদানীং পরিবেশ সচেতনতায় প্রচার চালাচ্ছেন। হাতে দুটো গাছ নিয়েই উপস্থিত হন। ভিড় করে আসেন ভক্তরা। সেলফি তুলতে হবে। আচমকাই এক ভক্তকে চাঁটি মারেন জ্যাকি। সেই নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া।
advertisement

ছোট্ট ভিডিওয় দেখা যাচ্ছে, মুম্বইয়ের কোনও একটা জায়গা। জ্যাকির পরনে কালো টি শার্ট, প্রিন্টেড ট্রাউজার্স। কাঁধে ঝোলা ব্যাগ। আড়াআড়িভাবে নেওয়া। হাতে দুটো টব। এক ভক্তের সঙ্গে ছবি তোলার সময়, মাথায় হালকা করে চাঁটি মারেন জ্যাকি। তারপর বলেন, “সরে দাঁড়াও”। এমন খুনসুটি হামেশাই করেন তিনি। আরেক ভক্তকে রসিকতা করে বলেন, কোমরের নীচে হাত নয়, কাঁধে রাখতে পারো। জ্যাকির নিজের ভাষায়, “নীচে কেউ হাত দেয়, এইভাবে ধরতে হয়”। এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে ভক্তের মাথায় চাঁটি মারা মানতে পারছেন না নেটিজেনরা। ব্যাপক সমালোচনা হচ্ছে জ্যাকি শ্রফের।

advertisement

ইনস্টাগ্রামে এই ভিডিও-র নীচে কমেন্টের বন্যা। অধিকাংশই সমালোচনা করেছেন জ্যাকির। একজন লিখেছেন, “আরে মারছেন কেন? আপনি কী পাগল”! আরেকজন লিখেছেন, “ভাবুন তো আপনাকে কেউ পিছন থেকে চাঁটি মারল। ভাল লাগবে”? একজন তো রীতিমতো ক্লাস নিয়েছেন অভিনেতার। তিনি লিখেছেন, “এটা ভুল। আপনি কাউকে মারতে পারেন না। সে আপনার আত্মীয় বা বন্ধু নয় যে আপনি তাঁর সঙ্গে মজা করবেন”।

advertisement

এসবের মধ্যে জ্যাকি শ্রফের ‘কেয়ারফ্রি অ্যাটিচিউড’-এর কথাও উঠছে। কীভাবে সারাক্ষণ এমন আনন্দে থাকেন অভিনেতা? পাপারাৎজিদের প্রশ্নের উত্তরে নিজস্ব ট্রেডমার্ক স্টাইলে জ্যাকি বলেছিলেন, “স্ক্রিপ্ট পড়ব। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলব, খাব, গান শুনব, লম্বা শ্বাস নিয়ে শুয়ে পড়ব। আর কি বলত, ইন্টারনেট ছাড়া তোমরা বেঁচে থাকতে পারবে বলে আমার মনে হয় না”। প্রসঙ্গত, ‘মস্ত মে রহেনা কা” ছবিতে শেষবার দেখা গিয়েছে জ্যাকি শ্রফকে। ছবিটি বক্স অফিসে সাফল্য না পেলেও জ্যাকির অভিনয় প্রশংসা কুড়িয়েছে সমালোচক মহলে।

advertisement

Keywords: Jackie Shroff, Hits Fan

Original Story Link: https://www.news18.com/movies/jackie-shroff-hits-fan-on-the-head-in-pap-video-leaves-netizens-angry-why-is-he-beating-watch-8841641.html

Written By: Koushik Bhattacharya

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood: এ কী কাণ্ড! ভক্তকে সপাটে চাঁটি মারলেন জ্যাকি শ্রফ, তোলপাড় নেটপাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল