TRENDING:

মহাশ্বেতা দেবীকে নিয়ে ছবি বানাতে চান ইরফান খান !

Last Updated:

ধর্ম, সম্প্রদ্বায়, জাত-পাত নিয়ে স্পষ্ট মুখ খোলায় সম্প্রতি বিতর্কে এসেছেন অভিনেতা ইরফান খান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ধর্ম, সম্প্রদ্বায়, জাত-পাত নিয়ে স্পষ্ট মুখ খোলায় সম্প্রতি বিতর্কে এসেছেন অভিনেতা ইরফান খান ৷ এমনকী, ইদের কুরবানি নিয়েও মন্তব্য করে বিপাকে পড়েছিলেন ইরফান ৷ এখন তাঁর ছবি ‘মাদারি’ বক্স অফিসে ঝড় তুলেছে ৷
advertisement

ফিল্ম সমালোচকরাও তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ৷ এরই মাঝে ইরফান খান কিন্তু মনে মনে ঠিক করে ফেলেছেন এবার অভিনয়ের সঙ্গে সঙ্গে পরিচালনাতেও আসবেন ৷ আর তাঁর প্রথম ছবির গল্প তৈরি হবে সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জীবনীর ওপর !

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

২৮ জুলাই কলকাতার একটি বেসরকারি নাসিংহোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাহিত্যিক মহাশ্বেতা দেবী ৷ বয়স হয়েছিল ৯০ ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে ইরফান জানিয়েছেন, ‘আমার খুব প্রিয় সাহিত্যিক মহাশ্বেতা দেবী ৷ ওর লেখার মধ্যে অদ্ভুত এক প্রতিবাদী ভঙ্গি রয়েছে ৷ আমি যদি কোনও দিন ছবি তৈরি করি ৷ তাহলে মহাশ্বেতা দেবীর জীবনী নিয়ে ছবি তৈরি করতে চাই !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মহাশ্বেতা দেবীকে নিয়ে ছবি বানাতে চান ইরফান খান !