TRENDING:

Juhi Chawla KKR Meeting: কেকেআরের মিটিংয়ে আসা বন্ধ করলেন জুহি চাওলা, মুখ খুললেন অভিনেত্রী

Last Updated:

কোনও ম্যাচেই শাহরুখের জুহি চাওলার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ অথচ সেই জুহিই নাকি দল গঠনের প্রথমদিকে মিটিংগুলোতে প্রায় অনুপস্থিত থাকত৷ কী রহস্য ছিল এই অনুপস্থিতির পিছনে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: চেন্নাইয়ের চিপকের মাঠে আই পি এলের কাপ তুলেছিল, কলকাতা নাইট রাইডার্স৷ গ্যালারির সকলের মুখে চওড়া হাসি, সমাজ মাধ্যমে ছবির বন্যা৷ কেবল ফাইনাল নয়, যে কোনও ম্যাচেই শাহরুখের জুহি চাওলার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ অথচ সেই জুহিই নাকি দল গঠনের প্রথমদিকে মিটিংগুলোতে প্রায় অনুপস্থিত থাকত৷ কী রহস্য ছিল এই অনুপস্থিতির পিছনে?
কেকেআরের মিটিংয়ে প্রথমদিকে আসতেন না জুহি চাওলা
কেকেআরের মিটিংয়ে প্রথমদিকে আসতেন না জুহি চাওলা
advertisement

গুজরাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক ইভেন্টে জুহি চাওলা প্রথম দিকে মিটিংয়ের উপস্থিতি নিয়ে মুখ খুললেন৷ ললিত মোদি তাঁকে ও শাহরুখকে একসঙ্গে একটা দল করার পরামর্শ দেন৷ জুহি চাওলার কথায়, ‘‘তিনি চেয়েছিলেন, গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে বেশি সংখ্যক মানুষ দলের মালিক হোক৷ তখন যদিও আমরা কীভাবে একটা ক্রিকেট দলের ফ্র্যাঞ্চাইজি চালাতে হয়, সেই সব কিছুই জানতাম না৷ মনে আছে আমাদের সমস্ত মিটিং-ই মান্নাতেই হত. আমাদের টিমের কী পোশাক হবে? সেই নিয়েও অনেক দিন ধরে আলোচনা হত৷’’ প্রথম দিকে শাহরুখ খানের কাল ও সোনালি রঙের ইউনিফর্ম পছন্দ হয়েছিল. তা নাকি একেবারেই না পসন্দ ছিল জুহি চাওলার৷ পরবর্তী কালে এই নিয়ে আরও অনেক আলোচনা হয়েছিল৷

advertisement

আরও পড়ুন: মর্মান্তিক! সন্তানের মৃত্যু হয় চোখের সামনে, ‘জন্মের পরই ছেলের অসুখ দেখে যা মাথায় এসেছিল… খারাপ মানুষ আমি’, বললেন নানা পটেকর

যাই হোক, তিনি আরও জানান, ‘‘এই মিটিংগুলো মান্নাতে রাতের দিক করে হত৷ মিটিং সিডিইল হত দশটার দিকে. কিন্তু কথা বলতে বলতে ১১ টা হয়ে যেত৷ বিভিন্ন ধরনের কথা আলোচনা হত, শেষ অবধি ঠিকঠাকভাবে মিটিংগুলো শুরু হতে প্রায় ১২টা থেকে ১২:৩০ বেজে যেত৷ তারপর প্রায় পরপর দুই থেকে তিনটে মিটিং হত৷ একটা সময় পর আর আমি মনোযোগ দিতে পারতাম না৷ তাই শেষের দিকে বলেই দিলাম আমি আর পারব না, তোমরা মিটিংগুলো কর, আমি আর আসছি না৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

জুহি চাওলা, শাহরুখ খান অনেকদিনধরেই একে অপরের খুব কাছের বন্ধু৷ তিনি শাহরুখের সঙ্গে প্রথম আলাপের গল্প শোনালেন আমাদের, ‘‘আমি আর ও অনেক সিনেমা একসঙ্গে করি, কিন্তু প্রথম ওকে দেখি, ‘রাজু বান গেয়া জেন্টালম্যান’ সিনেমার সেটে৷ প্রডিউশার বিবেক ভাসওয়ানি আমাকে বলেছিলেন ‘তোমার নায়ক ‘ফৌজি’ ধারাবাহিকে ছিল৷ আমিরখানের মতো দেখতে৷ আমি তো আমির খানের মতো চকলেট বয়কে কল্পনা করেছিলাম৷ শাহরুখকে দেখে একটু হতাশই হয়েছিলাম প্রথমে৷’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Juhi Chawla KKR Meeting: কেকেআরের মিটিংয়ে আসা বন্ধ করলেন জুহি চাওলা, মুখ খুললেন অভিনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল